Explosive Juan Ferrando হারের ময়নাতদন্তে বসে বিস্ফোরক দাবি হুয়ান ফেরান্দোর

ঘরের মাঠে সমর্থকদের সামনে প্রথম ম্যাচেই হারের মুখ দেখেছে ATK মোহনবাগান। মনবীর সিং’র গোলে এগিয়ে গিয়েও চেন্নাইয়েন এফসি’র (Chennaiyin FC) কাছে ২-১ গোলে হারতে হয়েছে…

Juan Ferrando

ঘরের মাঠে সমর্থকদের সামনে প্রথম ম্যাচেই হারের মুখ দেখেছে ATK মোহনবাগান। মনবীর সিং’র গোলে এগিয়ে গিয়েও চেন্নাইয়েন এফসি’র (Chennaiyin FC) কাছে ২-১ গোলে হারতে হয়েছে সবুজ মেরুন ব্রিগেডকে। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando) এই পরাজয়ের কারণ ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, “পরিকল্পনাতে কোনও ভুল নেই। পুরোটাই মানসিক ব্যাপার। কখনও আমরা হারি, কখনও জিতি। তাতে মানসিকতায় প্রভাব পড়ে।”

এককথায়, চলতি ২০২২-২৩ ফুটবল সেশনে ডুরান্ড কাপ এবং AFC ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে হারের পর থেকেই সবুজ মেরুন কোচ হুয়ান ফেরান্দোর ফুটবল বোধ প্রশ্নের মুখে। নিজের দিকে ধেয়ে আসা সমস্ত সমালোচনাকে উড়িয়ে দিতেই ‘টেকনিক্যাল সিদ্ধান্তের’ অজুহাত খাঁড়া করেছিলেন। আর ইন্ডিয়ান সুপার লিগের(ISL) প্রথম ম্যাচে ভরা যুবভারতী ক্রীড়াঙ্গনে হেরে গিয়ে দলের ফুটবলারদের মানসিকতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলে বিতর্কে জড়ালেন ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো।

ইতিমধ্যেই, সবুজ মেরুন জনতা ‘হুয়ান ফেরান্দো হঠাও ‘ দাবিতে সোচ্চার। এই ইস্যুতে একপ্রস্থ বোর্ড মিটিং হয়ে গিয়েছে। মিটিং’এ এই ইস্যুতে ‘গো বাট স্লো ‘ নীতিতে আস্থা রেখে তলে তলে প্রতীম কোটালদের জন্য নতুন হেডস্যার খোঁজার কাজও চলছে। ধুরন্ধর স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো দেওয়াল লিখন পড়তে পেরেছেন বলেই মেরিনার্স ক্যাম্প থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কাজটাও সুচতুর ভাবে সেরে রাখছেন। সূত্রে খবর, ডুরান্ড কাপ এবং AFC ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচের পর থেকেই সবুজ মেরুন ফুটবলারদের সঙ্গে হুয়ান ফেরান্দোর মানসিক দূরত্ব তৈরি হয়েছে। সিনিয়র ফুটবলারেরাও হুয়ান ফেরান্দোর ফুটবল দর্শন নিয়ে খুব একটা সন্তুষ্ট এমনটা মোটেও নয়।

মেরিনার্স ক্যাম্পের ভিতরে এমন গুমোট হাওয়ার কারণে হুয়ান ফেরান্দো নিজেও বুঝতে পারছেন খুব তাড়াতাড়ি পাততাড়ি গোটাতে হবে ATKমোহনবাগান থেকে। আর তাই সোমবার, চেন্নাইয়েন এফসির বিরুদ্ধে হারের পর প্রেস মিটে এসে নিজের চলে যাওয়ার পথকে মসৃণ করে তুলতে এবং কোচিং পারফরম্যান্স নিয়ে ওঠা যাবতীয় প্রশ্নবাণের অভিমুখ ঘুরিয়ে খেলোয়াড় ঘাড়ে ফেলে পাল্টা চাপের রাস্তায় হেটেছেন হুয়ান ফেরান্দো। যাতে চলে যাওয়ার সময় বকেয়া অর্থ নিয়ে দর কষাকষির সময় নিজের পাল্লা ভারী থাকে।