Murshidabad: নবাব দেখে মুখোমুখি লড়াইয়ে ইস্টবেঙ্গল-মহামেডান

রাজ্য জুড়ে ফুটবলকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা শুরু করেছিল বঙ্গীয় ফুটবল নিয়ামক সংস্থা। আইএফএ-র সঙ্গে ক্লাবগুলোর পক্ষ থেকেই এই প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। মুর্শিদাবাদে (Murshidabad) খেলবে…

East Bengal to Face Mohammedan SC

রাজ্য জুড়ে ফুটবলকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা শুরু করেছিল বঙ্গীয় ফুটবল নিয়ামক সংস্থা। আইএফএ-র সঙ্গে ক্লাবগুলোর পক্ষ থেকেই এই প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। মুর্শিদাবাদে (Murshidabad) খেলবে ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব।

মুর্শিদাবাদের মাঠে জাতীয় স্তরের ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাবের জুনিয়র দল। আজ ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে বেলডাঙ্গার বড়ুয়া যুবক সংঘের মাঠে। সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা পরিচালির অনূর্ধ্ব ১৫ লিগের ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ও ইস্টবেঙ্গল।

আসল মুর্শিদাবাদের বেলডাঙ্গার বড়ুয়া যুবক সংঘের মাঠকে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছে ইউনাইটেড স্পোর্টস। অনূর্ধ্ব ১৫ লিগের আসন্ন ম্যাচগুলো আপাতত এখানেই খেলবে পার্পল ব্রিগেড। বড়ুয়া যুবক সংঘের মাঠে পরপর চারটি ম্যাচ খেলবে ইউনাইটেড স্পোর্টস।

আজ রয়েছে ইস্টবেঙ্গলের ম্যাচ। এরপর আগামী ২০ এপ্রিল ইউনাইটেড স্পোর্টস খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। এরপর ২৫ এপ্রিল পার্পল ব্রিগেডের ম্যাচ রয়েছে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির অনুর্ধ্ব ১৫ দলের বিরুদ্ধে। ১ মে বিধাননগর মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে রয়েছে ইউনাইটেড স্পোর্টসের ম্যাচ। মুর্শিদাবাদের মাঠে মোট চারটি ম্যাচ। কলকাতার বড় দলের খেলা দেখার সুযোগ পাচ্ছেন সেখানকার ফুটবল প্রেমী মানুষ।