Bird Flu: নিশ্চিন্তে মুরগির ঠ্যাং চিবোচ্ছেন? সাবধান, হু হু করে ছড়াচ্ছে বার্ড ফ্লু!

নিশ্চিন্তে মুরগির ঠ্যাং চিবোচ্ছেন? সাবধান! ফের মাথাচাড়া দিচ্ছে বার্ড ফ্লু (Bird Flu)। দক্ষিণের রাজ্যে কেরলের আলাপ্পুঝার একাধিক এলাকায় বার্ড ফ্লু ছড়িয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে,…

নিশ্চিন্তে মুরগির ঠ্যাং চিবোচ্ছেন? সাবধান! ফের মাথাচাড়া দিচ্ছে বার্ড ফ্লু (Bird Flu)। দক্ষিণের রাজ্যে কেরলের আলাপ্পুঝার একাধিক এলাকায় বার্ড ফ্লু ছড়িয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইদাথভা গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় এবং চেরুথানা গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের অন্য একটি এলাকায় পালন করা হাঁসের মধ্যে বার্ড ফ্লু ছড়িয়েছে। ইতিমধ্যেই একটি র‍্যাপিড অ্যাকশন ফোর্স গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন।

বার্ড ফ্লুর উপসর্গ দেখা দেওয়ার ওই এলাকা দুটিতে প্রতিপালিত হাঁসেদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। মধ্যপ্রদেশের ভোপালে সেই নমুনা পাঠানো হলে বার্ড ফ্লু নিশ্চিত করে তারা। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, নমুনাগুলিতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার (H5N1) উপস্থিতি মিলেছে। ভারত সরকারের নিয়ম অনুযায়ী, আপাতত আক্রান্ত এলাকার এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গৃহপালিত পাখি নিধন করার প্রক্রিয়া শুরু হয়েছে।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, সরকারি নিয়ম মেনে যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে। সাধারণ জনগণের আপাতত ভয় পাওয়ার কোনও কারণ নেই। এই ভাইরাস মানুষের মধ্যে ছড়ানোর সম্ভাবনা প্রায় নেই। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অন্ধ্রপ্রদেশের নেলোর জেলায় বার্ড ফ্লু সংক্রমণের খবর মিলেছিল। জেলার পুধালাকুরু, কোভুরু এবং সাইদাপুরম এলাকায় বার্ড ফ্লুরে জেরে প্রায় ১০ হাজার মুরগি মারা যায়। ওই এলাকায় থাকা খামারগুলি থেকেই সংক্রমণ ছড়ায়।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, খামারের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে তিন মাসের জন্য মুরগি বিক্রি নিষিদ্ধ করে প্রশাসন। একই সঙ্গে আরও ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে তিন দিন মুরগি বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্ধ্রপ্রদেশের পর এবার কেরলে বার্ড ফ্লু ছড়ানোয় চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের কপালে। কারণ এই রোগ সঠিকভাবে নিয়ন্ত্রণ না করলে দ্রুত তা মহামারির আকার নিতে পারে। মৃত্যু হতে পারে লক্ষ লক্ষ গবাদি পশু এবং পাখির।

দিন কয়েক আগেই বার্ড ফ্লু নিয়ে আতঙ্কের কথা শুনিয়েছে আমেরিকার জাতীয় স্বাস্থ্য সংস্থা। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ‌্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, ভবিষ্যতে হু হু করে ছড়াতে পারে বার্ড ফ্লু। সম্প্রতি কয়েক হাজার আন্টার্কটিক পেঙ্গুইনের মৃত্যু হয়। এর কারণ খুঁজতে গিয়ে আমেরিকার টেক্সাসের গবেষকরা দেখেন, এর পিছনে রয়েছে বার্ড ফ্লু-র H5N1 স্ট্রেন। তারপর থেকে বার্ড ফ্লু নিয়ে গোটা বিশ্বে শোরগোল পড়ে যায়।