Mohun Bagan: ‘নিঃসন্দেহে সেরা’, জামশেদপুরকে হারিয়ে হাবাসের হুঙ্কার

    শুক্রবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসিকে ৩-০ গোলে হারিয়ে উচ্ছ্বসিত মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। আইএসএলের এই ম্যাচে দলের…

Antonio Lopez Habas

short-samachar

   

শুক্রবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসিকে ৩-০ গোলে হারিয়ে উচ্ছ্বসিত মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। আইএসএলের এই ম্যাচে দলের ছেলেদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি।

দিমিত্রি পেত্রাতোস মনবীর সিংয়ের পাসকে রিসিভ করে নিখুঁতভাবে সেটা গোলে রূপান্তরিত করেন। যার ফলে ম্যাচের শুরুতেই গোলের খাতা খোলে মেরিনার্স। ৬৭ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেসন কামিংস। বদলি খেলোয়াড় আর্মান্দো সাদিকু ৮০ মিনিটে চলতি মরসুমে নিজের পঞ্চম গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন।

হুয়ান ফেরান্দোর আমলে মোহনবাগান সুপার জায়ান্টের খেলায় ছিল না প্রত্যাশিত জৌলুস। ভালো টিম গঠন করার পরেও বাগানের খেলা দানা বাঁধছিল না। অ্যান্টোনিও লোপেজ হাবাস দায়িত্ব নেওয়ার পর থেকে বদলাতে শুরু করে ছবি। পরপর ম্যাচ থেকে পয়েন্ট লাভ করে দল এখন লীগ শিল্ড জয়ের দৌড়ে রয়েছে। জামশেদপুর এফসিকে হারিয়ে আবারও ইন্ডিয়ান সুপার লীগ ক্রম তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে দল।

প্রধান কোচ লোপেজ হাবাস তাঁর অধীনে দল যেভাবে উন্নতি করেছে তাতে খুশি। ইস্পাতনগরীর দলের বিপক্ষে ভালো খেলার জন্য যাবতীয় কৃতিত্ব দিয়েছেন ছেলেদের।

“অবশ্যই, এখন পর্যন্ত দলটি দারুণ উন্নতি করেছে। আমি আমার খেলোয়াড়দের তাদের পারফরম্যান্সের জন্য জন্য অভিনন্দন জানাই। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সর্বোপরি দলের মধ্যে বোঝাপড়া অসাধারণ।” ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে হাবাস বলেছেন, “গুরুত্বপূর্ণ টার্গেট অর্জন করার এটাই উপায়… এই ম্যাচে আমাদের দল নিঃসন্দেহে সেরা ছিল। তিন পয়েন্ট এবং এই স্কোরলাইন আমাদেরই প্রাপ্য।”