Indian Football : ভারতের হয়ে খেলতে চান ইংল্যান্ডের জাতীয় দলে খেলা ফুটবলার

ভারতের হয়ে (Indian Football) খেলতে চান ইংল্যান্ডের এক ফুটবলার। ‘আমার রক্তে ভারত’, বলেছেন যুরগেন ক্লপের ছাত্র (Yan Dhanda)। এখন খেলেন সোয়ানসি সিটিতে।     সোয়ানসি সিটির…

Sports News

short-samachar

ভারতের হয়ে (Indian Football) খেলতে চান ইংল্যান্ডের এক ফুটবলার। ‘আমার রক্তে ভারত’, বলেছেন যুরগেন ক্লপের ছাত্র (Yan Dhanda)। এখন খেলেন সোয়ানসি সিটিতে।

   

সোয়ানসি সিটির আক্রমণাত্মক মিডফিল্ডার ইয়ান ধান্ডার জন্ম বার্মিংহামে। বাবা পাঞ্জাবের, মা ইংল্যান্ডের। ব্রিটিশ পাসপোর্ট রয়েছে ইয়ানের কাছে । বয়স ভিত্তিক জাতীয় দলে খেলেছেন ইয়ান। জুনিয়র পর্যায়ের পর সিনিয়র দলে খেলছেন তেইশ বছর বয়সী এই ফুটবলার। লিভারপুলের জুনিয়র টিমে খেলেছেন । তখন তাঁর প্রশিক্ষক ছিলেন যুরগেন ক্লপ।

Indian Football
প্রিমিয়ার লিগের সোয়ানসি সিটির জার্সিতে ইয়ান ধান্ডা।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমে ইয়ান ধান্ডা বলেছেন, ‘ভারতের হয়ে খেলতে চাই। এবং আমার বিশ্বাস আমি ভারতের জন্য ভালো কিছু করে দেখাতে পারবো।’

‘ভারতীয় ফুটবল নিয়মিত ফলো করি। হালের ম্যাচগুলো দেখেছি। বাহারিন, বেলারুশের বিরুদ্ধে হেরে গিয়েছে দল। জেতা উচিৎ ছিল।’ মনে করেন ইয়ান। ‘ভারত আমার রক্তে। সুযোগ পেলে ওখানে গিয়ে ইতিবাচক কিছু করে দেখাতে পারবো। ভারতের হয়ে খেলার ব্যাপারে মনস্থির করেছি। আশা করি ফুটবলাররাও উপকৃত হবেন।’