Carles Cuadrat: গা গরম করার মতো কথা বললেন কুয়াদ্রত

প্রায় বারো বছরের ট্রফি খরা কাটিয়েছে ইস্টবেঙ্গল। আরও একটা ট্রফি আসতে পারে লাল হলুদ শিবিরে। তার আগে ফুটবলারদের চাঙ্গা করার মতো কথা বললেন হেড কোচ…

East Bengal Coach Carles Cuadrat

প্রায় বারো বছরের ট্রফি খরা কাটিয়েছে ইস্টবেঙ্গল। আরও একটা ট্রফি আসতে পারে লাল হলুদ শিবিরে। তার আগে ফুটবলারদের চাঙ্গা করার মতো কথা বললেন হেড কোচ কার্লোস কুয়াদ্রত (Carles Cuadrat)।

   

RFDL লিগে ইস্টবেঙ্গল ভালো খেলছে। মশাল বাহিনীর যুব দল এগিয়ে চলেছে ট্রফি জেতার দিকে। আঞ্চলিক পর্বের বাধা আগেই অতিক্রম করেছিল ইস্টবেঙ্গল। এরপর জাতীয় পর্বের গ্রূপেও ভালো পারফরম্যন্স করেছে দল। এখন শুধু ফাইনাল ফেজের ম্যাচ।

তরুণ ফুটবলারদের উজ্জীবিত করার জন্য বার্তা দিয়েছেন ইস্টবেঙ্গলের সিনিয়র দলের হেড কোচ। তাঁর দেওয়া ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ক্লাবের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে। ভিডিও বার্তায় কুয়াদ্রত বলেছেন, ‘RFDL টুর্নামেন্টে দলের জুনিয়র ছেলেরা খুব ভালো খেলছে। বাংলায় যখন ম্যাচ হয়েছিল আমি নিজে গিয়ে খেলা দেখেছিলাম। দল সত্যি ভালো করছে। প্রচুর প্রতিভা রয়েছে নিঃসন্দেহে। পরপর স্টেজ অতিক্রম করে দল এখন ফাইনাল ফেজে। এখানেও ভালো করে খেলতে হবে।’

ভিডিওতে কুয়াদ্রত আরও বলেছেন, ‘এই জুনিয়র দল থেকে ভালো খেলে সিনিয়র দলে খেলার সুযোগ রয়েছে। কেউ কেউ ইতিমধ্যে সিনিয়র দলের হয়ে খেলেছেন। ভালো খেললে আগামী দিনে আরও তরুণ ফুটবলার ইস্টবেঙ্গলের সিনিয়র দলে জায়গা করে নিতে পারবেন।’