কর্মী নিয়োগ হতে চলেছে শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে, রইল আবেদন পদ্ধতি

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কর্মী নিয়োগ হতে চলেছে শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে।এখানে আগ্রহী প্রার্থীদের Superintending Engineer পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আবেদন করার অনুরোধ…

Shyama Prasad Mukherjee Port Trust

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কর্মী নিয়োগ হতে চলেছে শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে।এখানে আগ্রহী প্রার্থীদের Superintending Engineer পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আবেদন করার অনুরোধ রইল। আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আগামী ১৭ মে ২০২৪ তারিখ পর্যন্ত।

শূন্যপদের সংখ্যা
শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের Superintending Engineer পদে মাত্র ২ টি পদে নিয়োগ করা হবে।

   

যোগ্যতা
এখানে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে থাকতে হবে।

বেতন
শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের Superintending Engineer পদে চাকরি পেলে প্রার্থীদের মাসিক বেতন হিসেবে পে করবে ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা।

আবেদন পদ্ধতি
আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের কে এখানে অফলাইন মাধ্যম আবেদন করতে হবে। তাহলে সবার প্রথম smportkolkata.shipping.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নোটিশটি ডাউনলোড করবেন । ডাউনলোড হয়ে যাওয়ার পর আবেদন ফর্মটি আলাদা করে প্রিন্ট আউট করবেন। তারপর আবেদনকারী প্রার্থীর নাম, অভিভাবকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর সহ যাবতীয় কার্যকলাপের তথ্য দিয়ে নির্ভুলভাবে ফর্মটি পূরণ করবেন। তারপর প্রয়োজনীয় নথিপত্র গুলোর জেরক্সের সাথে পূরণ করা আবেদন ফর্মটি একটি খামের মধ্যে ভরে নেবেন এবং স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় সময়ের মধ্যে পাঠিয়ে দেবেন।

নির্বাচন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবেদন ফী
আবেদন করতে আগ্রহী প্রার্থীদের কোনো প্রকার আবেদন মুল্য লাগছে না।