Edu Bedia: এবার ভারত ছাড়ছেন এডু বেদিয়া, আবেগপ্রবণ এই স্প্যানিশ

ভারতীয় ক্লাব ফুটবলে বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগে অন্যতম পরিচিত একটি মুখ ছিলেন স্প্যানিশ তারকা এডু বেদিয়া (Edu Bedia)। বিশেষ করে এফসি গোয়ার জার্সিতে নিজের…

Edu Bedia is in the FC Goa

ভারতীয় ক্লাব ফুটবলে বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগে অন্যতম পরিচিত একটি মুখ ছিলেন স্প্যানিশ তারকা এডু বেদিয়া (Edu Bedia)। বিশেষ করে এফসি গোয়ার জার্সিতে নিজের জাত চিনিয়ে ছিলেন একাধিকবার। অনেকটা সময় কাটিয়েছিলেন এই ফুটবল ক্লাবে। যার দরুন দলের সুখ-দুঃখ সব কিছুর সাক্ষী ছিলেন তিনি।

   

এমনকি গত ফুটবল মরশুমে পেনার তত্ত্বাবধানে ও খেলতে দেখা গিয়েছিল এই স্প্যানিশ তারকাকে। কিন্তু শেষ মরশুমে খুব একটা ভালো পারফরম্যান্স ছিলনা দলের। বহু লড়াই করেও চ্যাম্পিয়নশিপের ধারে কাছে পৌঁছতে পারেনি দল। যা নিয়ে প্রবল হতাশ ছিল দলের সমর্থকরা। তবে নতুন মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল ম্যানেজমেন্ট।

যারফলে, হায়দরাবাদ এফসির আইএসএল জয়ী কোচ মানালো মার্কেজের হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। সেক্ষেত্রে প্রথমেই কোচের পরিকল্পনা থেকে বাদ পড়েন এই স্প্যানিশ তারকা। এক নাগাড়ে বেশ কয়েক বছর দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার থাকার পর এবার বাদ পরতে হয় এই তারকাকে। পরবর্তীতে আইএসএলের নতুন দল পাঞ্জাব এফসির তরফ থেকে তার সঙ্গে কথাবার্তা শুরু করা হলেও শেষ পর্যন্ত এগোয়নি বেশিদূর। শেষ পর্যন্ত আই লীগের অন্যতম ক্লাবের সঙ্গে যুক্ত হন তিনি। তবে এবার ভারত ছাড়ছেন স্প্যানিশ তারকা। বেশ কয়েক ঘন্টা আগে যে সোশ্যাল সাইট থেকে এমন ইঙ্গিত দিলেন এডু বেদিয়া।

তিনি লেখেন, সাড়ে ছয় বছর পর এবার ভারতকে বিদায় জানানোর সময় এসেছে। আমার জীবনের অনবদ্য একটি অধ্যায় এখানে অতিবাহিত হয়েছে। এখানে মাঠ ও মাঠের বাইরে সমর্থকদের থেকে যে সমর্থন পেয়েছি তা এককথায় অনস্বীকার্য। এখানে বহু মানুষের সঙ্গে আমার আলাপ হয়েছে। যাদের কখনোই আমি ভুলতে পারবো না। সেই সঙ্গে ধীরে ধীরে কিভাবে ভারতীয় ফুটবল উন্নত হয়ে চলেছে সেটাও সামনে থেকে দেখেছি। বিশেষ করে এফসি গোয়ার সাথে আমার যথেষ্ট ইমোশন জড়িয়ে আছে। যারা গত ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আমার উপর বিশ্বাস রেখেছে। আমি আমার ক্যারিয়ারের অন্যতম সেরা সময় গুলি এখানে কাটিয়েছি।