Maruti Suzuki: বাড়ল মারুতির গাড়ির দাম

ফের আরও দামি হচ্ছে মারুতি (Maruti Suzuki) গাড়ি ৷ মঙ্গলবার থেকে মারুতির সমস্ত মডেলের গাড়ির দাম ০.৪৫% বাড়িয়েছে সংস্থাটি। এ দিন শেয়ারবাজারকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে…

maruti car with girl

ফের আরও দামি হচ্ছে মারুতি (Maruti Suzuki) গাড়ি ৷ মঙ্গলবার থেকে মারুতির সমস্ত মডেলের গাড়ির দাম ০.৪৫% বাড়িয়েছে সংস্থাটি। এ দিন শেয়ারবাজারকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, সমস্ত মডেলের গাড়ির দাম গড়ে আনুমানিক ০.৪৫% বাড়ানো হচ্ছে। আর মঙ্গলবার থেকেই নতুন দাম কার্যকর হতে চলেছে। সংস্থার দেওয়া বিবৃতি অনুসারে, সার্বিক মূল্যবৃদ্ধি এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়ে গিয়েছে। আর সে কারণে গাড়ির দাম বাড়ানোর পরিকল্পনা ছিল।

প্রসঙ্গত, উৎপাদন এবং সংস্থা পরিচালনা খাতে খরচ বাড়ার কারণে নতুন বছরে গাড়ির দাম বাড়ানোর কথা জানিয়েছিল একাধিক গাড়ি উৎপাদনকারী সংস্থা। ফোক্সভাগেন প্যাসেঞ্জার কারস তাদের সমস্ত ধরনের মডেলের গাড়ির দাম ২ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছে। চলতি বছরে গাড়ির দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছে টাটা – মোটরস লিমিটেড, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, হন্ডা কারস ইন্ডিয়া এবং হুন্ডাই মোটর ইন্ডিয়া।

আবার মাত্র দু’দিন আগে ভলভো কার ইন্ডিয়া তাদের চিরাচরিত ইঞ্জিন চালিত গাড়ির দাম ২ শতাংশ বাড়িয়েছে । যদিও তাদের বিদ্যুৎ চালিত গাড়ির দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারী সংস্থা মার্সিডিজ বেঞ্জ এবং অডিও তাদের গাড়ির দাম বাড়াবে বলে ইঙ্গিত দিয়েছে ।