Emami East Bengal : স্টিফেনের কোচিংয়ে হাঁটু ধরে ফেলছেন ফুটবলাররা

নিয়ম ও অনুশাসনের জন্য স্টিফেন কনস্টানটাইনের সুনাম রয়েছে। ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) অনুশীলনে তার ছাপ স্পষ্ট। ৫৯ বছর বয়সী কোচের অনুশীলনে হাঁটু ধরছেন তরুণ…

Emami East Bengal practice update

নিয়ম ও অনুশাসনের জন্য স্টিফেন কনস্টানটাইনের সুনাম রয়েছে। ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) অনুশীলনে তার ছাপ স্পষ্ট। ৫৯ বছর বয়সী কোচের অনুশীলনে হাঁটু ধরছেন তরুণ ফুটবলাররা।

শুক্রবারের অনুশীলনে রিজার্ভ দলকে সিনিয়র দলে জায়গা দেওয়া হয়েছিল একাধিক ফুটবলারকে। শুভম ভৌমিক, নবি হোসেন খান চৌধুরী, তুহিন, মহিতোষ ও সৌভিককে সিনিয়র দলের অনুশীলনে যুক্ত করা হয়েছিল। অভিজ্ঞ ব্রিটিশ কোচের অনুশীলনে প্রত্যেকের প্রায় কাহিল অবস্থা। কেউ ধরেছেন হাঁটু, কেউ কোমর।

লাল হলুদ শিবিরে এখনও নেই কোনো সাপোর্ট স্টাফ। অর্থাৎ, ফিজিক্যাল ট্রেনার কিংবা ডাক্তাররা স্কোয়াডের সঙ্গে নেই। বৃষ্টির ফলে মাঠে কাদা হয়েছে। ইস্টবেঙ্গল মাঠের অবস্থাও খুব একটা ভালো নয়। কাদা মাঠে অনুশীলন করতে প্রয়োজন বাড়তি সক্ষমতার। সেই সঙ্গে খেলোয়াড়দের চোট পাওয়ায় আশঙ্কাও থাকছে।

কলকাতায় আসা মাত্র ছেলেদের নিয়ে মাঠে নেমে পড়েছিলেন স্টিফেন কনস্টানটাইন। টানা অনুশীলন করাচ্ছেন। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচে দল মাঠে নেমেছিল। রিজার্ভ এবং ট্রায়ালে থাকা খেলোয়াড়দের দেখে নিয়েছেন তিনি। যাদের খেলা তাঁর মনে ধরেছিল তাদের তুলে এনেছেন সিনিয়র দলের স্কোয়াডে। সাপোর্ট ছাড়া স্টিফেনের এই উদ্যোগ যে প্রশংসনীয় সেটা বলা চলে। সঙ্গে রয়েছেন সন্তোষ ট্রফি জয়ী বিনো জর্জ।