Emami East Bengal : দরজা বন্ধ করে অনুশীলন করবে ইস্টবেঙ্গল

দরজায় কড়া নাড়ছে ডুরান্ড কাপ। বিগত কয়েক দিন ধরে অনুশীলন করছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। টুর্নামেন্টে নামার আগে শেষ মুহূর্তের তোড়জোড়। ক্লাবের পক্ষ থেকে…

Emami East Bengal

দরজায় কড়া নাড়ছে ডুরান্ড কাপ। বিগত কয়েক দিন ধরে অনুশীলন করছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। টুর্নামেন্টে নামার আগে শেষ মুহূর্তের তোড়জোড়। ক্লাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

শনিবার সকালে ইস্টবেঙ্গল সমাচার ফেসবুক পেজের পক্ষ থেকে বলা হয়েছে, “ডুরান্ড কাপের চূড়ান্ত প্রস্তুতির জন্য আজ এবং কাল (২০ এবং ২১) দুপুর ৩ টে থেকে ইস্টবেঙ্গল মাঠে ক্লোজড ডোর প্র্যাক্টিস হবে৷ সেক্ষেত্রে এই দুই দিন, উক্ত সময়ে কোনো ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, সভ্য সমর্থককে মাঠে বা গ্যালারিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না৷”

ডুরান্ড কাপের কথা মাথায় রেখে এটিকে মোহন বাগানও বন্ধ দরজার পিছনে অনুশীলন করছে। ক্লাবের পক্ষ থেকে শেয়ার করা ছবি বা ভিডিওই এখন বাগান সমর্থকদের সম্বল। আধুনিক ফুটবলে আকচার দেখা যায় এই ক্লোজড ডোর প্র্যাক্টিস। লোপেজ হাবাসের সময়ে কলকাতায় বহু আলোচিত তাঁর অনুশীলন। কালো পর্দায় দেখে দিয়েছিলেন গোটা মাঠ। তার ভিতরে করানো হতো অনুশীলন। এখন দুই দল তাদের ক্লাবের মাঠে প্রশিক্ষণ করছে।

সামনে বড় ম্যাচ রয়েছে। ২৮ তারিখের দিকে তাকিয়ে রয়েছেন আপামর বাঙালি। ধারেভারে ইমামি ইস্টবেঙ্গলের তুলনায় কিছু হলেও এগিয়ে থাকবে এটিকে মোহন বাগান। অনুশীলন কিংবা প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপারেও বাগান এগিয়ে। তবু দল মাঠে না নামা পর্যন্ত কিছুই আগে থেকে বলা সম্ভব নয়। দুই দলই এবার শুরু করতে চলেছে ডুরান্ড অভিযান।