Emami East Bengal: চেন্নাইয়িন এফসির এই তারকা ফুটবলারকে সই করানোর পথে ইস্টবেঙ্গল

এবারের ইন্ডিয়ান সুপার লিগে ও হতশ্রী পারফরম্যান্স করেছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। প্রথম দিকে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও ম্যাচ যত এগিয়েছে, ততই মুখ থুবড়ে পড়তে হয়েছে স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেদের।

Edwin Sydney Vanspaul - Midfielder for Chennaiyin FC

এবারের ইন্ডিয়ান সুপার লিগে ও হতশ্রী পারফরম্যান্স করেছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। প্রথম দিকে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও ম্যাচ যত এগিয়েছে, ততই মুখ থুবড়ে পড়তে হয়েছে স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেদের। তারপরেই নিজেদের লগ্নিকারী সংস্থার সঙ্গে আলোচনায় বসে সাবেক ক্লাব কর্তারা।

ঠিক হয় চলতি মরশুমে সুপার কাপের পরেই বদলে ফেলা হবে দলের কোচ। পাশাপাশি নতুন করে সাজানো হবে গোটা দল। কিন্তু কে হবেন দলের নতুন কোচ, সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি ইস্টবেঙ্গল শিবিরের তরফ থেকে। তবে এক্ষেত্রে সার্জিও লোবেরা লড়াইতে এগিয়ে থাকলেও এখনো পর্যন্ত নিশ্চিত নন তিনি। এছাড়াও ময়দানে কান পাতলেই উঠে আসছে একাধিক কোচের নাম। যাদের মধ্যে রয়েছেন কার্লোস কুয়াদ্রাত ও অ্যান্তোনিও লোপেজ হাবাসের মতো ব্যক্তিত্ব। তবে এখনো পর্যন্ত কোচ চূড়ান্ত না হলেও কোমর বেঁধে দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল।

গতকাল থেকেই শোনা যাচ্ছে, ওডিশা এফসির অন্যতম তারকা ফুটবলার নন্দকুমার শেখরকে নাকি এবার দল টানছে লাল-হলুদ শিবির। এখনো পর্যন্ত ক্লাবের তরফ থেকে সরকারিভাবে ঘোষণা করা না হলেও তার ইস্টবেঙ্গলে আসার কথানাকি নব্বই শতাংশ নিশ্চিত।

তবে তিনি একানন, জানা যাচ্ছে চেন্নাইয়িন এফসি থেকে ও নাকি রাইট ব্যাক এডুইন ভান্সপালকে দলে তুলতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। কয়েকদিন আগেই সুপার কাপ থেকে বিদায় নিয়েছে চেন্নাইয়িন এফসি। তারপরেই সুযোগ বুঝে ভান্সপাল টানতে মরিয়া হয়ে ওঠে কলকাতার এই প্রধান। তাই কোনো অঘটন না ঘটলে, আগামী মরশুমে তার কলকাতায় আসা প্রায় অনেকটাই নিশ্চিত।

এখানেই শেষ নয়, এবারের আইএসএল শেষ হওয়ার আগে থেকেই চেন্নাইয়িন এফসির ৪ ভারতীয় ফুটবলারকে নজরে রেখেছিল ইস্টবেঙ্গল। যাদের মধ্যে ভান্সপাল একজন। বাকিদের মধ্যে ছিলেন দলের ভরসাযোগ্য ফরোয়ার্ড রহিম আলির মতো ফুটবলাররা। তার সাথে ও নাকি এখনো যোগাযোগ চালাচ্ছে ইমামি কর্তারা। শেষ পর্যন্ত তিনি কোথায় যান, এখন সেটাই দেখার বিষয়।