Nadia: তৃণমূল বিধায়ক তাপস সাহার ঘরে ঢুকে সিবিআই ভাঙল গোপন সিন্দুক

নিয়োগ দুর্নীতির তদন্তে অভিযান চলছে। তেহট্টের তৃ়ণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহার (Tapas Saha) ঘরে ঢুকেছে (CBI) সিবিআই। বিধায়কের মোবাইল আপাতত সিবিআইয়ের হাতে। এর আগে মুর্শিদাবাদের…

Tehatta MLA Tapas Saha in Controversy over Money Collection

নিয়োগ দুর্নীতির তদন্তে অভিযান চলছে। তেহট্টের তৃ়ণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহার (Tapas Saha) ঘরে ঢুকেছে (CBI) সিবিআই। বিধায়কের মোবাইল আপাতত সিবিআইয়ের হাতে। এর আগে মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন। সেই কারণে নদিয়ার (Nadia) তেহট্টের বিধায়ক তাপস সাহার ঘরে ঢুকেই তাঁর মোবাইল নিয়ে নেন সিবিআই অফিসাররা।

জানা যাচ্ছে, বিধায়কের ঘরে একটি ভল্ট পেয়েছেন সিবিআই গোয়েন্দারা। সেই ভল্ট ভাঙা হয়েছে। কী আছে ভল্টে? সিবিআই আপাতত নীরব। জানা গিয়েছে সেই ভল্ট ভেঙে তাপস সাহার অফিসে চলছে সিবিআই তল্লাশি। বিধায়কের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী

সিবিআই তদন্ত শুরু হতেই তেহট্ট সরগরম। বিধায়কের ঘরে তল্লাশি অভিযান নিয়ে নদিয়া জেলা তৃণমূল কংগ্রেস নীরব। তেমনই মুখে কুলুপ শাসক দলের রাজ্য নেতাদের।

অভিযোগ,নিয়োগ দুর্নীতিতে জড়িত বিধায়ক।তবে বিধায়ক তাপস সাহা নিজেকে আগেই ক্লিনচিট দিয়ে়ছেন। তবে তিনি এও বলেন সিবিআইকে সব সত্যি বলে দেব। ইঙ্গিতে এবি নামে দলেরই শীর্ষ নেতার বিরুগ্ধে সরব হন।

নিয়োগ দুর্নীতি মামলায় তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এর পরেই শুক্রবার তাপস সাহার বাড়িতে উপস্থিত সিবিআইইয়ের বিরাট দল। তেহট্টের বিধায়কের বাড়িতে সিবিআইয়ের হানা ঘিরে তোলপাড় রাজ্য।