Emami East Bengal : ভারতীয় সেন্টার ব্যাকের জন্য চেষ্টা চালিয়েই যাচ্ছে ক্লাব

দল গোছানোর কাজ এখনও শেষ হয়নি। ট্রান্সফার মার্কেটে এখনও সক্রিয় রয়েছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। একজন ভারতীয় সেন্টার ব্যাককে দলে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।…

East Bengal Club started team building process again

দল গোছানোর কাজ এখনও শেষ হয়নি। ট্রান্সফার মার্কেটে এখনও সক্রিয় রয়েছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। একজন ভারতীয় সেন্টার ব্যাককে দলে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: Emami East Bengal : ভারতীয় সেন্টার ব্যাকের জন্য চেষ্টা চালিয়েই যাচ্ছে ক্লাব

ইমামি ইস্টবেঙ্গলের স্কোয়াড প্রায় তৈরি। তবে ফাঁক-ফোঁকর এখনও রয়ে গিয়েছে। ইমামি ও ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা বলেছিলেন যে ভালো দলই গড়া হবে আগামী মরসুমের জন্য। সেই মতো একের পর এক চমক দেওয়া হয়েছে ইতিমধ্যে। ইমামির সঙ্গে আনুষ্ঠানিকভাবে সই সম্পন্ন হওয়ার পর একসঙ্গে তেরোজন ভারতীয় ফুটবলারের সঙ্গে সই করার কথা ঘোষণা করা হয়েছিল। পরে আরও একাধিক সই হয়েছে।

আরও পড়ুন: East Bengal : সমর্থকদের ভালোবাসায় চারালামবোস হলেন চারু

সম্প্রতি একসঙ্গে পাঁচজন বিদেশি ফুটবলারকে নিশ্চিত করেছে দল। ঘোষণা করার পরের দিনই কলকাতায় এসে পৌঁছেছিলেন সাইপ্রাসের জাতীয় দলের ফুটবলার। ইমামি ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত যে দল গঠন করেছে, সেখানে নেই কোনও এশিয়ান কোটার খেলোয়াড়। আরও একজন বিদেশি ফুটবলারকে সই করাতে হবে। যিনি হবেন এশিয়ান কোটার।

আরও পড়ুন: মাননীয় মুখ্যমন্ত্রীও আতঙ্কগ্রস্ত, কারণ কী? : বিমান বসু

রক্ষণে দুই বিদেশি রয়েছেন। ইভান গঞ্জালেজ এবং সাইপ্রাসের ফুটবলারটি। ইভান সেন্টার ব্যাকের খেলোয়াড়। তাঁর সঙ্গে জুটি বাঁধার জন্য সন্দেশ ঝিঙ্গানকে দলে নিতে চেয়েছিলেন কর্তারা। কিন্তু তিনি বেছে নিয়েছিলেন বেঙ্গালুরু ফুটবল ক্লাবকে। ভালো মানের ভারতীয় ডিফেন্ডারকে প্রয়োজন ইমামি ইস্টবেঙ্গলের। সেই চেষ্টায় ক্লাব রয়েছে বলে খবর।