Emami East Bengal: লাল-হলুদে ব্র্যাড ইনমানের আসার সম্ভাবনা কতটা? জেনে নিন

আরও একজন বিদেশি ফুটবলারকে সই করাতে হবে। ইমামি ইস্টবেঙ্গলের (emami East Bengal) ষষ্ঠ বিদেশি কে হবেন এ বিষয়ে চলছে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে বহু…

emami East Bengal and Brad Inman rumours

আরও একজন বিদেশি ফুটবলারকে সই করাতে হবে। ইমামি ইস্টবেঙ্গলের (emami East Bengal) ষষ্ঠ বিদেশি কে হবেন এ বিষয়ে চলছে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে বহু খেলোয়াড়ের নাম। ব্র্যাড ইনমানকে কেন্দ্র করে জারি রয়েছে লাগাতার জল্পনা।

আরও পড়ুন: East Bengal : সমর্থকদের ভালোবাসায় চারালামবোস হলেন চারু

ইন্ডিয়ান সুপার লিগে একাধিক ক্লাবে খেলেছেন ব্র্যাড ইনমান। কলকাতার ফুটবল মেজাজের সঙ্গেও তাঁর পরিচয় রয়েছে। এটিকে মোহন বাগানের হাত ধরে প্রথম ভারতে এসেছিলেন। প্রায় সাতটি ম্যাচ খেলেছিলেন। কিন্তু দাগ কাটতে পারেননি। পরে লোনে তাঁকে পাঠানো হয়েছিল ওড়িশা ফুটবল ক্লাবে। গত মরসুমে খেলেছিলেন মুম্বই সিটি ফুটবল ক্লাবের হয়ে।

আরও পড়ুন: Emami East Bengal : ষষ্ঠ বিদেশি ফুটবলার হিসেবে আরেক অস্ট্রেলিয়ান ফুটবলারের নাম জড়াল ইস্টবেঙ্গলের সঙ্গে

ফুটবল মহলের অনেকে মনে করছেন ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হতে পারেন অস্ট্রেলিয়ার কোনো ফুটবলার। কারণ নিয়ম অনুযায়ী এশিয়ান কোটার একজনকে খেলাতেই হবে। জল্পনায় থাকা ব্র্যাড ইনমান অস্ট্রেলিয়ার খেলোয়াড়। এশিয়ান কোটার মধ্যেই পড়েন তিনি। ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত যে বিদেশিদের সই করিয়েছে, তাদের মধ্যে রক্ষণ ভাগের ফুটবলার ও আক্রমণ ভাগের ফুটবলারের আধিক্য রয়েছে। মাঝমাঠে সৃজনশীল ফুটবলার স্কোয়াডে এখনও নেই। দলে প্রয়োজন একজন অ্যাটাকিং মিডফিল্ডারের।

আরও পড়ুন: Emami East Bengal – এর ভাগ্য অনেকটা নির্ভর করতে পারে এলিয়ান্দ্রর ওপর

ব্র্যাড অ্যাটাকিং মিডফিল্ডার। ইন্ডিয়ান সুপার লিগে পরীক্ষিত। তাই তাঁকে নিয়ে জল্পনা একটু বেশি। তবে ফুটবল মহলের অনেকের ধারণা, ব্র্যাডকে হয়তো সই করাবে না ইমামি ইস্টবেঙ্গল। কারণ ইন্ডিয়ান সুপার লিগ বা এএফসি কাপে একাধিক ম্যাচ খেললেও সেভাবে নজর টানেননি।