দল বদলের বাজারে ফের চমক দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। দলে নেওয়া হয়েছে হিমাংশু ঝাংরাকে। আক্রমণভাগের ফুটবলার। প্রথম একাদশে জায়গা পাওয়ার অন্যতম দাবিদার।
ইস্টবেঙ্গলের এখনও পর্যন্ত যা স্কোয়াড তাতে ভালো কিছুর আশা করা যেতেই পারে। বিদেশি সহ ভারতীয় ফুটবলারদের নিয়ে শক্তিশালী প্রথম একাদশ গড়তে পারেন কোচ। কিন্তু রিজার্ভ বেঞ্চ কতোটা তৈরি, এ ব্যাপারে একটু আলোচনা হতে পারে। যে কোনো দলের সাফল্যের চাবি থাকতে পারে রিজার্ভ বেঞ্চে।
ইস্টবেঙ্গল স্কোয়াডে পাঁচজন বিদেশি ফুটবলার নিশ্চিত হয়েছে ইতিমধ্যে। তারকা তকমা প্রাপ্ত ভারতীয় ফুটবলারদের মধ্যে রয়েছেন – কমলজিত ( গোলকিপার ), শুভাশীষ ( গোলকিপার ), সার্থক গোলুই ( ডিফেন্ডার ), নুঙ্গা ( ডিফেন্ডার ), জেরি ( ডিফেন্ডার ), মহম্মদ রকিপ ( ডিফেন্ডার ), অঙ্কিত ( ডিফেন্ডার ), মোবাশির ( মিডফিল্ডার ), অঙ্গুসানা ( মিডফিল্ডার ), সৌভিক ( মিডফিল্ডার ), অনিকেত ( মিডফিল্ডার ), মহেশ ( মিডফিল্ডার ), সুহের ( ফরোয়ার্ড ), পাসি ( ফরোয়ার্ড ), হিমাংশু ( ফরোয়ার্ড)। এছাড়াও আরো একাধিক ফুটবলার রয়েছেন যাঁদের তারকা তকমা দেওয়া যেতে পারে।
লাল হলুদ শিবিরে বেশ কিছু ফুটবলার রয়েছেন যাঁদেরকে রিজার্ভ বলা হচ্ছে। তাঁদের অনেকেই বড় মঞ্চের ক্লাব ফুটবলে অনভিজ্ঞ। তার থেকেও বড় প্রশ্ন, দলের সঙ্গে এই রিজার্ভ ফুটবলারদের চুক্তি হয়েছে কি না। বুধবার দেবনাথ মন্ডল এটিকে মোহন বাগানে যোগ দেওয়ার পর থেকে এই প্রশ্ন উঠছে। প্রথম একাদশের পাশাপাশি রিজার্ভ বেঞ্চকে তৈরি রাখাও ক্লাবের জন্য জরুরি বলে মনে করছে ফুটবল অভিজ্ঞদের একাংশ।