বেআইনি চাকরির অভিযোগ, অনুব্রতর মেয়ে সহ বাকিদের হাজিরার নির্দেশ প্রত্যাহার

কলকাতা হাইকোর্টে স্বস্তি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডল। সুকন্যা সহ ৬ জনের হাজিরার নির্দেশ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট (high court)। বৃহস্পতিবার টেট পাশ…

কলকাতা হাইকোর্টে স্বস্তি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডল। সুকন্যা সহ ৬ জনের হাজিরার নির্দেশ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট (high court)।

বৃহস্পতিবার টেট পাশ মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তলবে কলকাতায় আসেন অনুব্রত কন্যা। এদিন কোর্ট চত্ত্বরে ঢুকতেই সুকন্যাকে দেখে গরু চোর স্লোগান দিতে তাহকে উত্তেজিত জনতা। একজন বলেন, ‘কী অন্যায় করেছেন জানেন না? গরিবের কোটি কোটি টাকা নিয়েছে ওরা।’

এদিন টেট পাশের সংশাপত্র এবং নিয়োগপত্র সহ আদালতে হাজিরা হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। কিন্তু সেই মামলা আজ প্রত্যাহার করে নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক মামলায় অতিরিক্ত হলফনামা জমা দিয়েছিলেন আইনজীবী ফিরদৌস শামিম। সেই অতিরিক্ত হলফনামা খতিয়ে দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্থির করেন এই মামলায় অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার প্রয়োজন নেই। বিচারপতি জানিয়েছেন, মামলাকারীরা যদি মনে করেন এই হলফনামার গুরুত্ব রয়েছে, তাহলে আলাদা করে তাঁরা হলফনামা জমা দিতে পারেন।