বুধবার সন্ধ্যায় কিশোর ভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপের (Durand Cup 2024) দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী ডাউনটাউন হিরোস এফসি। নির্ধারিত সময়ের শেষে ৩-১ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করেছে কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। মাদিহ তালাল ও সাউল ক্রেসপোর পাশাপাশি গোল করেছেন তরুণ ফুটবলার জেসিন টিকে।
ম্যাচের অতিরিক্ত সময় প্রতিপক্ষের রক্ষণভাগে ঢুকে দূরপাল্লার শট নেন কেরালার এই ফুটবলার। যার কোনও জবাব ছিলনা ডাউন টাউন ডিফেন্ডারদের কাছে। যারফলে, এবারের ডুরান্ড কাপে প্রথম গোল পেয়ে গেলেন এই ভারতীয় ফরোয়ার্ড। তাঁর সক্রিয়তা যথেষ্ট নজর কেড়েছে সকলের। কিন্তু সেখানেই শেষ নয়।
গোলের পরেই ডাগ আউট থেকে একটি জার্সি হাতে তুলে নেন জেসিন। তারপর গ্যালারির দিকে তুলে ধরেন ইস্টবেঙ্গলের একটি হলুদ জার্সি। যেখানে লেখা ‘স্টে স্ট্রং ওয়েনাদ। উই আর উইথ ইউ। দিস ইজ ফর ইউ।’ স্বাভাবিকভাবেই যা নজর কাড়ে মাঠে থাকা সমর্থকদের।
আসলে বর্তমান সময়ে দাঁড়িয়ে বন্যার কবলে জর্জরিত কেরালা। সময় এগোনোর সাথে সাথে বেড়ে চলেছে ক্ষতিগ্রস্তদের সংখ্যা। যা নিঃসন্দেহে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সকলের। এই পরিস্থিতিতে মাঠে নেমে গোল করে পাশে থাকার বার্তা দিলেন জেসিন টিকে।