Emami East Bengal: এই অজি ডিফেন্ডারকে নিতে মরিয়া ইমামি ইস্টবেঙ্গল, কে এই তারকা?

গত এপ্রিলের শেষের দিকে কার্লোস কুয়াদ্রাতকে দলের দায়িত্ব দিয়েছে ইস্টবেঙ্গল (Emami East Bengal)। সেইমতো আগামী দুই মরশুমে দলের ভালো পারফরম্যান্সের দিকে নজর থাকবে এই স্প্যানিশ…

Ruon Tongyik

গত এপ্রিলের শেষের দিকে কার্লোস কুয়াদ্রাতকে দলের দায়িত্ব দিয়েছে ইস্টবেঙ্গল (Emami East Bengal)। সেইমতো আগামী দুই মরশুমে দলের ভালো পারফরম্যান্সের দিকে নজর থাকবে এই স্প্যানিশ কোচের। গত তিনটি মরশুমে দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও আসন্ন মরশুম থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া কলকাতার এই প্রধান। সেইমতো গত সুপার কাপের শেষের দিক থেকেই দল গঠনের কাজে নেমে পড়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

প্রথমদিকে দেশীয় তারকা নন্দকুমার শেখর ও ইভান ভান্সপলের মতো তারকা ফুটবলারদের চূড়ান্ত করে লাল-হলুদ শিবির। পরবর্তীতে দেশীয় ব্রিগেডের উপর বিশেষ জোর দেওয়া হলেও কোচের পছন্দমতো বিদেশী চূড়ান্ত করা শুরু করে ক্লাব। এক্ষেত্রে জাভিয়ের সিভেরিও ও বোরহা হেরেরার মতো তারকাদের আগেই চূড়ান্ত করেছিল ইস্টবেঙ্গল। এবার তাদের নজরে এক অজি তারকা ডিফেন্ডার।

তিনি রুওন টঙ্গিক। অস্ট্রেলিয়ার পাশাপাশি দক্ষিণ সুদানের ও নাগরিকত্ব রয়েছে এই তারকা ফুটবলারের। আসলে সুদানে জন্মগ্রহন এ লিগে চুটিয়ে খেলেছেন তিনি। বর্তমানে তিনি ইরানের অন্যতম জনপ্রিয় দল মেস কারমানের হয়ে খেললেও পূর্বে খেলেছেন অ্যাডিলেট ইউনাইটেড ও মেলবোর্ন সিটির মতো ক্লাবে। শোনা যাচ্ছে, এবার আড়াই কোটি টাকার বিনিময়ে এই তারকা ফুটবলারকে নাকি চূড়ান্ত করতে চাইছে লাল-হলুদ ব্রিগেড। যদিও তাকে আনা নিয়ে রীতিমতো মতপার্থক্য দেখা দিয়েছে খোদ দলের অন্দরে।

অনেকের মতে, অস্ট্রেলিয়ান ফুটবলারদের দলে আনলে অনেক সময়ই দেখা যায় যে ভারতীয় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হয় তাদের। যারফলে, একাধিক সময় অসুস্থ হয়ে পড়েন এই তারকা ফুটবলাররা। তাই সবদিক বিবেচনা করে অস্ট্রেলিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের একাধিক ফুটবলারদের উপর ও নজর রাখছে ইস্টবেঙ্গল।

নিয়ম অনুযায়ী একজন করে এশীয় কোটার বিদেশি রাখতে হয় ফুটবল দলে। সেইজন্যই দুইজন স্টপারকে চূড়ান্ত করতে চায় ইস্টবেঙ্গল। অন্যদিকে ইভান গঞ্জালেস কে নিয়ে সমস্যায় ম্যানেজমেন্ট। গত মরশুমের শুরুতে দুই বছরের জন্য লাল-হলুদে সই করেছিলেন এই তারকা। তবে গত মরশুমে তার পারফরম্যান্স দেখে হতাশ ইমামি ম্যানেজমেন্ট। তাই আসন্ন মরশুমের আগে তাঁকে ছাটাই করার ভাবনা থাকলেও পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী গোটা মরশুমের পারিশ্রমিক দিয়েই ছাড়তে হবে ইভান কে। সেই নিয়েই দেখা দিয়েছে সমস্যা।