Emami East Bengal: প্রতিপক্ষ হায়দরাবাদের বিরুদ্ধে জিতেই মাঠ ছাড়তে মরিয়া মশালবাহিনী

আইএসএলে ধরাশায়ী পারফরম্যান্সের পর এবারের সুপার কাপে (Super Cup) ভালো ফল করাই একমাত্র লক্ষ্য ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal)। সেইমতো টুর্নামেন্টের প্রথম ম্যাচের প্রথমার্ধেই মোবাশিরের করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে লাল-হলুদ ব্রিগেড।

Emami East Bengal Football Club players in action during a match

আইএসএলে ধরাশায়ী পারফরম্যান্সের পর এবারের সুপার কাপে (Super Cup) ভালো ফল করাই একমাত্র লক্ষ্য ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal)। সেইমতো টুর্নামেন্টের প্রথম ম্যাচের প্রথমার্ধেই মোবাশিরের করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে লাল-হলুদ ব্রিগেড।

তবে দ্বিতীয়ার্ধে নন্দকুমারের করা গোলে ম্যাচের সমতা ফেরায় ওডিশা এফসি। যারফলে ফলাফল দাঁড়ায় ১-১ গোল। তারপর একাধিকবার উইং কাজে লাগিয়ে ওডিশা রক্ষনে ভাঙন ধরানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। একাধিক সহজ সুযোগ হাতছাড়া করার সুবাদে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় জারভিসদের।

আজ মাঞ্জেরীর পায়ানাদ স্টেডিয়ামে হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল। উল্লেখ্য, এবারের আইএসএলে ওগবেচের হায়দরাবাদের বিরুদ্ধে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও আজ জয় ছাড়া কিছুই ভাবছেন না ক্লেটনরা। গত ওডিশা ম্যাচে প্রথমার্ধের শেষের দিকে এলোমেলো ভাবে খেললে ও দ্বিতীয়ার্ধে যথেষ্ট সঙ্ঘবদ্ধ ফুটবল খেলে লাল-হলুদ। জারভিসের সুযোগ নষ্টের ফলে শেষ পর্যন্ত এগিয়ে থেকে ও ড্র করে মাঠ ছাড়তে হয়েছিল নাওরেমদের।

তবে পরিসংখ্যান বলছে, আজ ডু অর ডাই ম্যাচ লাল-হলুদ ব্রিগেডের কাছে। আইএসএলে ভালো ফল না এলেও সুপার কাপে টিকে থাকতে হলে আজ যেভাবেই হোক ম্যাচ জিততে হবে ইমামি ইস্টবেঙ্গল কে। এই পরিস্থিতিতে আগের ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলাকে হাতিয়ার করেই মাঠ নামতে চান স্টিফেন কনস্ট্যানটাইন। নিজের শেষ অ্যাসাইনমেন্টে কিছুটা হলেও ছাপ রেখে যাওয়ার পরিকল্পনা এই ব্রিটিশ কোচের। অন্যদিকে আইএসএলের ফর্ম ধরেই ইস্টবেঙ্গল কে আটকাতে তৈরি হায়দরাবাদ।