গোয়া ম্যাচে ফিরতে পারেন লাল-হলুদের এই ফুটবলার

গত কয়েক বছরের মত এবারও দুরন্ত ছন্দে আইএসএল (ISL 2024) শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। বর্তমানে টুর্নামেন্টের দুইটি ম্যাচ খেলে খালি হাতেই রয়েছে কার্লেস…

East Bengal's Lalchungnunga

গত কয়েক বছরের মত এবারও দুরন্ত ছন্দে আইএসএল (ISL 2024) শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। বর্তমানে টুর্নামেন্টের দুইটি ম্যাচ খেলে খালি হাতেই রয়েছে কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। কান্তিরাভার হতাশাজনক পারফরম্যান্স ভুলে কোচিতে পুরো পয়েন্ট পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। এগিয়ে থেকে ও হারতে হয়েছে মিকেল স্ট্যাহরের ছেলেদের কাছে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের। কলকাতা ময়দানের এই প্রধানে গতবারের তুলনায় এবার আরও একাধিক হাইপ্রোফাইল ফুটবলার থাকলেও জয় পাওয়া কার্যত কঠিন হয়ে উঠেছে তাঁদের কাছে।

   

তবে কেরালা ম্যাচ ভুলে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া দুর্বল ইস্টবেঙ্গল। আগামী ২৭শে সেপ্টেম্বর নিজেদের ঘরের মাঠে এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে ক্লেটন সিলভার দল। এখন এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করা খুব একটা সহজ না থাকলেও অন্তত এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে চাইবেন লাল-হলুদের স্প্যানিশ বস। তবে সেক্ষেত্রে ও যে লড়াইটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন তিনি। সেজন্য গত কয়েকদিন ধরে গোটা দলকে জোরকদমে অনুশীলন করাচ্ছেন কুয়াদ্রাত।

কিন্তু এক্ষেত্রে চিন্তায় রাখতে পারেন গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস। উল্লেখ্য, গত কেরালা ম্যাচ চলাকালীন পায়ে সামান্য চোট পেয়েছিলেন এই ফুটবলার। যারফলে গত কয়েকদিন খুব একটা অনুশীলন করতে দেখা যায়নি এই ফুটবলারকে। তাই আগত আইএসএল ম্যাচে তাঁর খেলা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। তবে এসবের মাঝেই উঠে আসছে এক নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, ইন্ডিয়ান সুপার লিগের তৃতীয় ম্যাচেই দল ফিরতে পারেন ভারতীয় ডিফেন্ডার লালচুংনুঙ্গা।

শেষ মরসুম থেকে তাঁর উপস্থিতি নিয়ে বেশকিছু বিতর্ক থাকলেও এই সিজনে ও লালচুংনুঙ্গার উপরেই ভরসা রাখছেন কোচ। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে গিয়ে লাল কার্ড দেখতে হয়েছিল জাতীয় দলের এই ফুটবলারকে। স্বাভাবিকভাবেই খেলতে পারেননি গত কেরালা ম্যাচ। সব ঠিকঠাক থাকলে এফসি গোয়ার বিপক্ষে লড়াই করতে লালচুংনুঙ্গাকে রেখেই একাদশ সাজাতে পারেন গতবারের সুপার কাপ জয়ী কোচ।