মহামেডান প্রসঙ্গে কী বললেন ওয়েন কোয়েল? জানুন

কিছু ঘন্টার অপেক্ষা মাত্র। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024) দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী মহামেডান…

Chennaiyin FC Head Coach Owen Coyle

কিছু ঘন্টার অপেক্ষা মাত্র। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024) দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। কলকাতা ময়দানের এই প্রধানের এটি প্রথম আইএসএল হলেও পারফরম্যান্স দেখে তা বোঝার উপায় নেই। প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে পারফরম্যান্স করে আসছেন অ্যালেক্সিস গোমেজরা। প্রথম ম্যাচে অনবদ্য লড়াই করে তাঁদের আটকে যেতে হলেও দ্বিতীয় ম্যাচে অনবদ্য পারফরম্যান্স ছিল এফসি গোয়া দলের বিপক্ষে।

একটা সময় এগিয়ে থেকে জয়ের সুবর্ণ সুযোগ এলেও সেটা কাজে লাগাতে পারেননি সামাদ আলি মল্লিকরা। শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল সাদা-কালো ব্রিগেডকে। অপরদিকে এখনও পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগের একটি মাত্র ম্যাচ খেলেছে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন। যেখানে পিছিয়ে থেকেও তাঁরা জয় নিশ্চিত করেছিল সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে। এবার নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচে পুরো পয়েন্ট পাওয়াই অন্যতম লক্ষ্য ফারুক চৌধুরীদের।

   

ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে ও ঠিক তেমনটাই ইঙ্গিত দিয়ে গিয়েছেন ওয়েন কোয়েল। তবে মহামেডান স্পোর্টিং তাঁদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে অপরিচিত দল হলেও বাকি দল গুলির মতোই তাঁদের সমীহ করে চলতে চান আইএসএল জয়ী এই কোচ। তিনি বলেন, ” মহামেডান দলের একটি অনবদ্য ইতিহাস রয়েছে‌। দুটি ম্যাচের মধ্য দিয়েই দেখিয়ে দিয়েছে যে তাঁরা যথেষ্ট ভালো দল। দলে খুব ভালো একজন কোচ আছে। বেশ কয়েকজন দাপুটে ফুটবলার রয়েছে‌। আমি মনে করি নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে প্রথম ম্যাচ হারাটা তাঁদের জন্য যথেষ্ট দূর্ভাগ্যজনক ছিল। ”

সেইসাথে ওয়েন কোয়েলে আরও বলেন, ” পরের ম্যাচে ও মহামেডান স্পোর্টিং ক্লাবের জেতা উচিত ছিল। তাঁরা যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। তবে আমরা প্রত্যেক প্রতিপক্ষ দলকেই যথেষ্ট সম্মান করি। কিন্তু কাউকে ভয় করিনা। বিশেষ করে আমরা আমাদের হোম ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্সটা তুলে ধরতে চাই। আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি তাহলে জয় পাওয়া অনেক সহজ হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আমাদের যথেষ্ট লড়াই করতে হবে।”