East Bengal: কুলদাকান্ত শিল্ডে কবে থেকে লড়াই করছে লাল-হলুদ? জানুন

এবারের এই ফুটবল মরশুমের শুরুটা একেবারেই ভালো থাকেনি লাল-হলুদের (East Bengal)। ডুরান্ড কাপে দ্বিতীয় ম্যাচে ডার্বি জয় দিয়ে পুরোনো ছন্দে ফিরতে দেখা গেলেও টুর্নামেন্টের ফাইনালে…

East Bengal'

এবারের এই ফুটবল মরশুমের শুরুটা একেবারেই ভালো থাকেনি লাল-হলুদের (East Bengal)। ডুরান্ড কাপে দ্বিতীয় ম্যাচে ডার্বি জয় দিয়ে পুরোনো ছন্দে ফিরতে দেখা গেলেও টুর্নামেন্টের ফাইনালে কাজ করেনি কুয়াদ্রাত ম্যাজিক। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছেই পরাজিত হতে হয়েছিল তাদের। সেই হতাশা এখনো রয়ে গিয়েছে দলের সমর্থকদের মধ্যে। পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগে জামশেদপুরের বিপক্ষে ড্র দিয়ে শুরু করলেও পরবর্তীতে অর্থাৎ হায়দরাবাদ ম্যাচের পর সম্পূর্ণ ফিকে থেকেছে লাল-হলুদ। অন্যান্য বছর গুলির মতো এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের তলানিতেই স্থান করে নিয়েছে ময়দানের এই প্রধান। অন্যদিকে, জুনিয়র দল প্রিমিয়ার ডিভিশন লিগে যথেষ্ট দাপুটে পারফরম্যান্স রাখলে ও শেষ রক্ষা হয়নি।

Advertisements

আরও পড়ুন: Mohun Bagan: হারলেও নিজেদের লক্ষ্যে সফল বাগান-বাহিনী  

   

ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে ধরাশায়ী হয়ে লিগ জয়ের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে তাদের। যা নিয়ে হতাশ সকলেই। এসবের মাঝেই এবার কুলদাকান্ত শিল্ড খেলতে কোচবিহার যাচ্ছে লাল-হলুদের জুনিয়র দল। পূর্বে ইন্ডিপেন্ডেস কাপ খেলতে গেলে সেখানে ও খালি হাতে ফিরতে হয়েছে ময়দানের এই প্রধান। এবার এই শিল্ডের দিকে নজর সকলের। উল্লেখ্য, ক্লাব ফুটবলের ক্ষেত্রে যথেষ্ট ঐতিহ্য বহন করে আসছে এই শিল্ড। পূর্বে ময়দানের বাকি দুই প্রধান তথা মহামেডান স্পোর্টিং ও মোহনবাগান ফুটবল ক্লাব। এবার অংশগ্রহণ করতে চলেছে আরেক প্রধান তথা ইস্টবেঙ্গল দল। কিন্তু কবে থেকে খেলতে নামছে ময়দানের এই প্রধান।

আরও পড়ুন: Mohun Bagan: ম্যাচ হেরেই এএফসি কাপে অভিযান শেষ করল বাগান  

যতদূর খবর, আগামী ২১ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে মশাল ব্রিগেড। এখন সেদিকেই নজর সকলের। কিন্তু কোথায় হবে এই খেলা? বিশেষ সূত্র মারফত খবর, রায়গঞ্জের টাউন মাঠের ক্লাবে আয়োজিত হবে এই ম্যাচ।