মোহনবাগান অধিনায়ককে ছিনিয়ে নিতে চাইছে ইস্টবেঙ্গল

ট্রান্সফার বাজারে এবার ইস্টবেঙ্গল এফসি (East Bengal ) ভক্তদের চমক দেওয়ার লক্ষ্যে আসরে নেমেছে। শীতকালীন ট্রান্সফার সেশনে ইস্টবেঙ্গল মোহনবাগানের (ATK Mohun Bagan) অধিনায়ক প্রীতম কোটালকে…

Pritam Kotal

ট্রান্সফার বাজারে এবার ইস্টবেঙ্গল এফসি (East Bengal ) ভক্তদের চমক দেওয়ার লক্ষ্যে আসরে নেমেছে। শীতকালীন ট্রান্সফার সেশনে ইস্টবেঙ্গল মোহনবাগানের (ATK Mohun Bagan) অধিনায়ক প্রীতম কোটালকে (Pritam Kotal) দলে টানতে চাইছে।

২০২৫ সালের, ৩১ মে পর্যন্ত সবুজ মেরুন অধিনায়ক প্রীতমের সঙ্গে চুক্তি রয়েছে তার ক্লাবের।কিন্তু ফিফার এই ট্রান্সফার সেশনে ইস্টবেঙ্গল এফসি হাত ঘুটিয়ে বসে থাকতে রাজি নয়।সূত্রে খবর,এই নিয়ে ফুটবলার প্রীতম কোটালের সঙ্গে কথা হয়েছে।

   

Pritam Kotal

সূত্র মারফৎ জানা গিয়েছে,ট্রান্সফার সেশনে দলবদল নিয়ে একপ্রস্থ কথা হলেও কোনও কিছুই চূড়ান্ত হয় নি।তবে লাল হলুদ ব্রিগেড দমে যায় নি। জানা গিয়েছে,ফের দুপক্ষই আলোচনায় বসতে পারে।

বছর ২৯ এর ফুটবলার প্রতীম কোটাল কলকাতায় ATK মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব দল ইস্টবেঙ্গল শিবিরে এখনও যোগদান করে নি,এটা একটা রেকর্ড। চলতি ট্রান্সফার সেশনে প্রতীম কোটালকে যদি লাল হলুদ জার্সি গায়ে চাপাতে দেখা যায়,তাহলে এটা হবে বড় ধাক্কা সবুজ মেরুন ভক্তদের কাছে।