দান ক্ষয়রাতি মানবতার অপমান, আসানসোলের ঘটনায় শুভেন্দুকে আক্রমণ দিলীপের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অনুষ্ঠানে কম্বল প্রদান ঘিরে বিরাট বিপত্তি৷ পশ্চিম বর্ধমানের (Asansol) আসানসোলে হুড়োহুড়িতে মৃত্যু হয়েছে তিন জনের৷ আহত ৪ জন। নিহতদের…

Dilip Ghosh

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অনুষ্ঠানে কম্বল প্রদান ঘিরে বিরাট বিপত্তি৷ পশ্চিম বর্ধমানের (Asansol) আসানসোলে হুড়োহুড়িতে মৃত্যু হয়েছে তিন জনের৷ আহত ৪ জন। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে জানা গেছে৷ বুধবারের এই মর্মান্তিক ঘটনা নিয়ে বৃহস্পতিবার সকালে (BJP) বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি (Dilip Ghosh) দিলীপ ঘোষ হামলা করলেন শুভেন্দু অধিকারীকেই।

দিলীপ ঘোষ বলেন, অনুমতি ছিল কি ছিল না সেটা রেকর্ডের ব্যাপার৷ পুলিশ একরকম বলছে। যারা করেছে, তারা একরকম বলছে৷ এধরনের বড় অনুষ্ঠানের প্রস্তুতি শুধুমাত্র পুলিশের ওপর ভরসা করে হয় না৷ নিজেদের তরফ থেকে হওয়া উচিত৷ যেখানে ব্যাপক ভিড় হয়৷ যেখানে পশ্চিমবঙ্গের মানুষ কিছু পাবে বললে প্রাণ দিয়ে দৌড়ায়।

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন লক্ষ্মীর ভাণ্ডারে চাপা পড়ে মারা গেছে লোক৷ দান ক্ষয়রাতির ব্যাপারটা মানবতার অপমান। লোককে লোভ দেখিয়ে নিয়ে আসা৷ যেখানেই হোক আমি এই ব্যাপারটাকে সমর্থন করি না৷ আরও সতর্ক হওয়া উচিত৷ গরীবদের দিতে হলে আরও অনেক উপায় রয়েছে। এই ধরনের পরিবেশ যেন না হয়, সকলকেই খেয়াল রাখতে হবে।

বুধবার পশ্চিম বর্ধমানের আসানসোলের রামকৃষ্ণডাঙায় এসেছিলেন বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারির উদ্যোগে একটি কম্বল বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ শুভেন্দু অধিকারী অনুষ্ঠানস্থল ছাড়ার পরেই হুড়োহুড়ি পড়ে যায়। সেখানেই ৩ জনের মৃত্যু হয়৷

দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীরকুমার নীলকান্তম বলেন, অনুষ্ঠান করার জন্য কোনও লিখিত অনুমোদন চাওয়া হয়নি। মৌখিক ভাবে পুলিশকে জানানো হয়েছিল। প্রচণ্ড ভিড়ের কারণেই এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, প্রচণ্ড ভিড়ের কারণেই এই বিপদ ঘটেছিল।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেই অনুষ্ঠানে এই ধরনের ঘটনা নিয়ে তোপ দাগতে পিছপা হয়নি তৃণমূল৷ যদিও বিরোধী দলনেতার বক্তব্য, তিনি অনুষ্ঠানস্থল ছাড়ার পরেই ঘটনাটি ঘটেছে। সেই সময় প্রশাসনের তরফে যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তাঁদের ঢিলেমি নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি৷