আগামী মরশুমে আর্জেন্টিনার এক মিডফিল্ডার’কে দলে নিতে ঝাপাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। বছর আঠাশের ওই ডিফেন্সিভ মিডফিল্ডার’টির নাম ইভান রোসি (Evan Rossi)।
বর্তমানে তিনি খেলেন আর্জেন্টিনার প্রামেইরা লিগের দল মার্টিমোর হয়ে। এর আগে খেলেছিলেন রিভারপেল্টের মতো ঐতিহ্যবাহী আর্জেন্টিনার ক্লাবের হয়ে, সংশ্লিষ্ট ক্লাবের ২০১৫-১৬ এবং ২০১৬ -২০১৭ কোপা আমেরিকা জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
এদিকে,জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বোধন হতে চলেছে কলকাতা ফুটবল লিগের। আগামী ২০ জুন অনুষ্ঠিত হবে আইএফএ’র নতুন সচিব নির্বাচনের প্রক্রিয়া। এরপর কলকাতা লিগ শুরু’র কাজে জোর দেওয়া হবে।ইতিমধ্যে ময়দানের ছোটো থেকে বড়, সব ক্লাব গুলো দল গঠনের কাজ শুরু করে দিয়েছে।
শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলে ফিরতে পারেন ক্লাবের ইউথ প্রোডাক্ট মনোজ মহম্মদ। আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়া’র সময় কালে লাল হলুদ শিবিরে প্রথম সুযোগ পান তিনি। এরপর দুরন্ত পারফরম্যান্স দিয়ে যোগদান করেন মহামেডানে। তবে সাদা কালো ব্রিগেড তাকে আসন্ন মরশুমের জন্য দলে রাখবেনা বলেই মনে করা হচ্ছে। তাই তাকে দলে পেতে বিশেষ উদ্যোগী হয়ে উঠেছে লাল হলুদ শিবির।