Presidential Election: মমতার ডাকা বিরোধী জোটের গোঁসা পর্ব বাড়ছে, সরলেন কেসিআর

রাষ্ট্রপতি নির্বাচনে (Presdential Election) বিরোধী শিবিরের রুটম্যাপ তৈরি করতে বুধবার দিল্লিতে বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বৈঠকে উপস্থিত থাকছে না তেলেঙ্গানার ক্ষমতাসীন দল…

রাষ্ট্রপতি নির্বাচনে (Presdential Election) বিরোধী শিবিরের রুটম্যাপ তৈরি করতে বুধবার দিল্লিতে বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বৈঠকে উপস্থিত থাকছে না তেলেঙ্গানার ক্ষমতাসীন দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। সেরাজ্যের মুখ্যমন্ত্রীর দফতরের তরফে এই তথ্য দেওয়া হয়েছে।

দিন কয়েক আগেই বিরোধী শিবিরকে একজোট করতে এগিয়ে এসেছিলেন কেসিআর। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরের সঙ্গে দেখা করেন তিনি৷ জাতীয় রাজনীতিতে বড় পদক্ষেপ নিয়ে দলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন রাও। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে তাঁর অনুপস্থিতি ঘিরে আলোচনা শুরু হয়েছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

তবে এদিনের বৈঠকে উপস্থিত থাকার কথা শরদ পাওয়ারের। গতকালই দিল্লি উপস্থিত হয়ে পাওয়ারের বাসভবনে একপ্রস্থ বৈঠক সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।বৈঠকে উপস্থিত থাকার কথা নাম প্রতিনিধিদের৷ উপস্থিত থাকার কথা এইডি দেবেগৌড়া, এইচ ডি কুমারস্বামী।

উপস্থিত থাকবেন আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরী এবং পিডিপি প্রধান মেহবুবা মুফতি। ডিএমকের তরফে টিআর বালুর উপস্থিত থাকার কথা রয়েছে। উপস্থিত থাকবে সমাজবাদী পার্টি এবং ন্যাশনাল কনফারেন্সের প্রতিনিধিরা। এদিনের বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল নিজে উপস্থিত থাকবেন কি না, সেটা এখন দেখার।

অন্যদিকে, বৈঠকে উপস্থিত থাকবে কংগ্রেস ও সিপিআইএম, সিপিআই। কংগ্রেস নেতাদের তরফে থাকার কথা জয়রাম রমেশ, মল্লিকাজুন খাড়গে এবং রণদীপ সিং সুরজেওয়ালা। শিবসেনার তরফে উদ্ধভ ঠাকরে নিজে উপস্থিত না থাকলেও শিবসেনার কোনও প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সিপিআইএমের তরফে থাকবেন সাংসদ এলামারাম করিম।