East Bengal : স্টিফেনের পরিকল্পনা নিয়েই উঠল প্রশ্ন

stephen constantine

প্রিয় দলের কাছ থেকে এই ফুটবল ইস্টবেঙ্গল (East Bengal ) সমর্থকরা আশা করেননি। প্রথমার্ধে যাও-বা কিছুটা আশা ছিল, বিরতির পর সেটাও রইল না। এবারের ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে ৩-১ ব্যবধানে পরাজয়। প্রশ্ন উঠছে হেড কোচ স্টিফেন কনস্টানটাইনের (Stephen Constantine) পরিকল্পনা নিয়ে।

সমর্থকদের সমালোচনার মুখে ফের সুমিত পাসি। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এদিনের ম্যাচে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন থাকল। কোচের পছন্দের ফুটবলার সুমিত। ডুরান্ড কাপ, অনুশীলন ম্যাচে নিয়মিত তাঁকে মাঠে নামিয়েছেন কোচ। শেষ বেলার একাধিক প্রস্তুতি ম্যাচে পাসি গোলও পেয়েছেন। কিন্তু লিগের ম্যাচ এবং প্রস্তুতি ম্যাচ যে আলাদা সেটাই বারংবার প্রমাণিত হয়েছে কেরালার বিরুদ্ধে ম্যাচে।

   

সুমিত পাসি ছাড়াও অঙ্কিত এবং তুহিন দাসকে নিয়েও সমর্থকরা একেবারেই খুশি হতে পারছেন না। বাংলার হয়ে সন্তোষ ট্রফিতে তুহিন নজর কেড়েছিলেন। সেখান থেকে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল হয়ে মূল স্কোয়াডে। আস্থা রেখে কেরালার বিরুদ্ধে ম্যাচে তাঁকে সুযোগ দিয়েছিলেন কোচ। নিজের নামের প্রতি তুহিন সুবিচার করলেন কই? অঙ্কিতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ভারতীয় ফুটবলের অন্যতম প্রতিভাধর ফুটবলার হিসেবে পরিচিত ।

খাতায় কলমে গতবারের তুলনায় এবারের লাল হলুদ ব্রিগেড অনেকটা মজবুত বলে মনে করা হচ্ছে। যদিও কোচ নিজে যে খুব আশাবাদী এমনটাও নয়। সাংবাদিক সম্মেলনে নিজের মনোভাব আগেই খোলসা করেছেন। মাঠে তাঁর কথার বাস্তব প্রমাণ দেখা গেল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন