চলতি সপ্তাহে টিআরপি (TRP ) তালিকা মুক্তি পেলেও আজ। পুজোর মরশুমে প্রত্যেক ধারাবাহিকেই দেখানো হয়েছে দুর্গা পুজোর এপিসোড। আর সেই নিয়েই চলেছিল লড়াই সব ধারাবাহিক গুলোর মধ্যে। তার মধ্যে শীর্ষস্থান দখল করল জি বাংলার গৌরী এলো (৮.২)। এই ধারাবাহিকের প্রেক্ষাপট গড়ে উঠেছে মা কালীর গল্প কে কেন্দ্র করে।
কিন্তু চলতি সপ্তাহে দেখানো হয়েছে পুরোপুরি কুসংস্কারে আবৃত একটি ঘটনা। তারপরে ও কি করে এই ধারাবাহিক শীর্ষস্থান দখল করল তাই নিয়ে দর্শকদের মধ্যে শুরু হয়েছে সমালোচনা। দ্বিতীয় স্থানে উঠে এসেছে জি বাংলার নতুন ধারাবাহিক জগদ্ধাত্রী যার প্রাপ্ত ৭.৩।তৃতীয় স্থান দখল করেছে গাঁটছড়া প্রাপ্ত নম্বর ৭.২।চতুর্থ স্থানে ধুলোকণা (৭.১)। তবে গত সপ্তাহের ষষ্ঠ স্থান থেকে মিঠাই উঠে এসেছে পঞ্চম স্থানে। তার প্রাপ্ত নম্বর ৬.৭। ষ
ষ্ঠ স্থানে রয়েছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার এবং আলতাফড়িং তাদের প্রাপ্ত নম্বর ৬.৪।সপ্তম স্থানে সাহেবের চিঠি (৬.২)।অষ্টম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া এবং মাধবীলতা তাদের প্রাপ্ত নম্বর ৬.১।নবম স্থানে খেলনা বাড়ি (৬.০) এবং দশম স্থানে নবান নন্দিনী (৫.৪)।