East Bengal: ছন্নছাড়া ফুটবল খেলে ফের পরাজিত ইস্টবেঙ্গল

ফের ধাক্কা খেল লাল-হলুদ (East Bengal ) ব্রিগেড। এবার নিজেদের ঘরের মাঠে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ যুবভারতীতে মুম্বাই সিটি এফসির মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল…

East Bengal, Mumbai City FC

ফের ধাক্কা খেল লাল-হলুদ (East Bengal ) ব্রিগেড। এবার নিজেদের ঘরের মাঠে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ যুবভারতীতে মুম্বাই সিটি এফসির মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। সম্পূর্ণ সময় শেষে এক শূন্য গোলে সেই ম্যাচ জিতে নিল পেট্রো ক্রাটকির মুম্বাই। দলের হয়ে একটি মাত্র গোল করেন গারোটক্সেনা।

আজকের এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের প্রথম চারে উঠে আসলো মুম্বাই। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। অন্যদিকে তলানিতেই পড়ে থাকলো কলকাতার এই প্রধান। নর্থইস্ট ম্যাচে পরাজিত হয়ে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গিয়েছিল লাল-হলুদের।

   

এবার ঘরের ম্যাচে পরাজিত হয়ে, হোম ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গেল তাদের। যা নিয়ে প্রচন্ড হতাশ দলের সমর্থকরা। আসলে শুরু থেকেই এই ম্যাচে জয় পাওয়া কার্যত অসম্ভব হয়ে উঠেছিল কুয়াদ্রাতের ছেলেদের। প্রথম থেকেই ছন্নছাড়া ডিফেন্সের পাশাপাশি মিস পাসের মহড়া দেখা যায় দলের ফুটবলারদের মধ্যে। সুযোগের সদ ব্যবহার করতে ছাড়েনি প্রতিপক্ষ দল।

ঘনঘন আক্রমণে কার্যত ফালাফালা করে দেয় ইস্টবেঙ্গলের ডিফেন্স। ভারতীয় তারকা আকাশ মিশ্রার পাশাপাশি মুম্বাইয়ের বিদেশি ফুটবলারদের দাপটে থাকে চরম পর্যায়ে। যারফলে প্রথমার্ধেই গোল হজম করতে হয় লাল-হলুদকে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি বদল করে ও গোলের মুখ খোলা সম্ভব হয়নি মশাল ব্রিগেডের। লাল চুংনুঙ্গার পাশাপাশি বেশ কয়েকটি বদল দলে আসলেও খুব একটা সুবিধে করা সম্ভব হয়নি তাদের। রক্ষণভাগে কিছুটা জমাট বাঁধানো সম্ভব হলেও এবারও জয় পাওয়া সম্ভব হলোনা তাদের।