উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবা, বাড়তি স্টপেজে রেলের

কলকাতা: ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়িছিল পূর্ব রেল৷ ঠিক একইভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও সুখবর শোনাল পূর্ব রেল৷ পরীক্ষার দিনগুলিতে…

কলকাতা: ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়িছিল পূর্ব রেল৷ ঠিক একইভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও সুখবর শোনাল পূর্ব রেল৷ পরীক্ষার দিনগুলিতে পড়ুয়াদের সুবিধার্থে নির্দিষ্ট সময়ে বেশকিছু ট্রেনের স্টপেজ সংখ্যা বাড়বে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ৷

পূর্ব রেল সূত্রে খবর, ১৬ থেকে ২৯ ফেব্রুয়ারি যেদিন যেদিন পরীক্ষা রয়েছে সেই দিনগুলিতে সকাল ৮টা থেকে ৯.৫৪ পর্যন্ত এবং দুপুর ১ থেকে আড়াইটের মধ্যে ট্রেনগুলি অতিরিক্ত স্টপেজে দাঁড়াবে৷ মোট ২১টি ট্রেন অতিরিক্ত স্টপেজে দাঁড়াবে৷ শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর শাখায় ইএমইউ বা প্যাসেঞ্জার ট্রেনগুলি দিনের নির্দিষ্ট সময়ে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা, জালাখালি হল্টে দাঁড়াবে৷

আবার বারাসত-বনগাঁ শাখার ট্রেনগুলি সংহতি ও বিভূতিভূষণ হল্টে দাঁড়াবে৷ এছাড়াও শিয়ালদহ থেকে কৃষ্ণনগর, কাটোয়া বনগাঁ যাওয়ার ট্রেনগুলি অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে৷ পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় তাই বাড়তি পরিবহণের আয়োজনের ঘোষণা করা হয়েছে পূর্ব রেল তরফে৷