East Bengal: মশালবাহিনীর নজরে এই তরুণ ফরোয়ার্ড, চিনে নিন ফুটবলারকে

গতবছর ডুরান্ড কাপের সমস্ত হতাশা ভুলে নতুন করে আইএসএল মরশুম শুরু করার পরিকল্পনা ছিল লাল-হলুদের (East Bengal)। কিন্তু তা সম্পূর্ণ পরিনতি পায়নি। প্রথম ম্যাচেই তাদের…

Lalrinzuala Lalbiaknia

গতবছর ডুরান্ড কাপের সমস্ত হতাশা ভুলে নতুন করে আইএসএল মরশুম শুরু করার পরিকল্পনা ছিল লাল-হলুদের (East Bengal)। কিন্তু তা সম্পূর্ণ পরিনতি পায়নি। প্রথম ম্যাচেই তাদের আটকে যেতে হয়েছিল স্কট কুপারের জামশেদপুর এফসি’র কাছে। ম্যাচ শেষে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল ইস্টবেঙ্গল ব্রিগেডকে। তবে দ্বিতীয় ম্যাচে সকলকে চমকে দিয়ে হায়দ্রাবাদ এফসির বিপক্ষে জয়।

কিন্তু পরবর্তীতে আর বজায় রাখা সম্ভব হয়নি সেই ধারা। শক্তিশালী বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে এফসি গোয়া হোক কিংবা কেরালা ব্লাস্টার্স একের পর এক ম্যাচে পরাজয়। যা অনেকটাই পিছিয়ে দিয়েছিল ময়দানের এই প্রধানকে। পরবর্তীতে মুম্বাই সিটি এফসি ও ওডিশা এফসি বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হলেও খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে খুব একটা খুশি ছিলেন না লাল- হলুদের হেড স্যার। বর্তমানে জয়ের সরনীতে ফিরতে চাইছে মশাল ব্রিগেড।
এক্ষেত্রে খেলোয়াড়দের অনুশীলনে বাড়তি দায়িত্ব নেওয়ার পাশাপাশি দলের ক্ষেত্রে একাধিক বদল আনতে চাইছেন স্প্যানিশ কোচ।

মূলত, মাঝমাঠের পাশাপাশি আক্রমণ ভাগকে আরও মজবুত করতে মরিয়া ম্যানেজমেন্ট। সেজন্য এবারের ইন্ডিয়ান সুপার লিগের বেশ কিছু দলের দিকে নজর পড়ে তাদের। এক্ষেত্রে তাদের বাড়তি নজর রয়েছে হায়দরাবাদ এফসির দুই দাপুটে ফুটবলার তথা হিতেশ শর্মা ও নিখিল পূজারীর দিকে। এই নয়া উইন্টার ট্রান্সফার উইন্ডোতে এই দুই ফুটবলারকেই দলের জার্সি পড়াতে মরিয়া ইমামি ম্যানেজমেন্ট। কিন্তু সেটা যে খুব একটা সহজ হবে না তা আগেই বলা হয়েছে। এই দুই ফুটবলারকেই ধরে রাখতে মরিয়া হায়দরাবাদ। যতদূর খবর তাদের জন্য নতুন করে প্রস্তাব ও উঠে এসেছে ক্লাবের তরফ থেকে।

তবে এই দুই ফুটবলারকে পেতেই অল আউট যেতে চায় ইস্টবেঙ্গল। অন্যদিকে, স্প্যানিশ তারকা জাভিয়ের সিভেরিও টোরো থেকে শুরু করে ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা আক্রমনভাগের দায়িত্বে থাকলেও এখনো পর্যন্ত খুব একটা সফল হতে পারেননি তাদের কেউ। এই পরিস্থিতিতে লাল-হলুদ থেকে ছাঁটাই হতে পারেন সিভেরিও টোরো। তার বদলে চলে আসতে পারেন নতুন বিদেশী ফুটবলার। তবে শুধু বিদেশী নয় ভারতীয় ফুটবলারদের ও ব্যাকআপ হিসেবে রাখতে চাইছেন কুয়াদ্রাত। তার মধ্যে থেকে এবার উঠে আসলো এক মিজো ফুটবলারের নাম। তিনি লালরিনজুয়ালা লালবিয়াকনিয়া।

বর্তমানে আইলিগের অন্যতম সক্রিয় ফুটবল দল আইজল এফসি সঙ্গে যুক্ত রয়েছেন এই তারকা। একাধিক গোলের পাশাপাশি চোখ ধাঁধানো অ্যাসিষ্ট ও রয়েছে তার ঝুলিতে। তাই সবদিক বিচার বিবেচনা করেই তাকে ব্যাকআপ হিসেবে রাখতে চাইছে ইস্টবেঙ্গল। পূর্বে গোকুলাম কেরালা এফসি পাশাপাশি সুদেবা দিল্লির হয়েও খেলেছেন এই ফুটবলার। এছাড়াও আইএসএলের অন্যতম সফল ক্লাব বেঙ্গালুরু এফসি অনূর্ধ্ব ১৬ থেকে শুরু করে অনূর্ধ্ব ১৮ এমনকি বি দলেরও সদস্য ছিলেন এই তারকা।