Weather Today: হাল্কা গরম পৌষ! কবে ফিরবে শীত?

Weather Today: নতুন বছরের শুরুর দিন থেকেও তাপমাত্রার পারদ নিম্নমুখী ছিল! বছরের শুরুতেই শীতের আশা করেছিল সাধারণ মানুষ। কিন্তু হঠাৎই ভোলবদল হল আবহাওয়ার, বাড়ল সর্বনিম্ন…

Winter Update of West Bengal

Weather Today: নতুন বছরের শুরুর দিন থেকেও তাপমাত্রার পারদ নিম্নমুখী ছিল! বছরের শুরুতেই শীতের আশা করেছিল সাধারণ মানুষ। কিন্তু হঠাৎই ভোলবদল হল আবহাওয়ার, বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। ডিসেম্বরের শেষ ইনিংসে শীতের পারফরম্যান্স নিয়ে মনমরা ছিলেন শীতপ্রেমীরা। জানুয়ারিতেও কি এমনই চলবে নাকি কিছুটা আক্ষেপ কমবে ? কতটা দাপট দেখাতে পারবে ঠান্ডা? 

সকালের দিকে কুয়াশা, তারপর পরিষ্কার রোদ ঝলমলে আকাশ।  আবারও শীত বিদায়ের ইঙ্গিত। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দিঘা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কিছুটা বাড়বে।

সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তরে হওয়ার প্রভাবে নিম্নমুখী ছিল তাপমাত্রার পারদ। কিন্তু বৃহস্পতিবার এক ধাক্কায় অনেকটা বাড়ল তাপমাত্রা। গত কাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিক।

গত কাল ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি মহানগরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। আপাতত যা পূর্বাভাস, তাতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসে। আজও ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে। তবে পরের দিকে আকাশ পরিষ্কার থাকার কথা।

দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগণা-সহ সর্বত্র আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীত বিরাজ করছে। কিন্তু দিঘা-সহ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই ওপরে।

হাওয়া অফিসে রিপোর্ট অনুযায়ী, আগামী দু-দিন আরও কিছুটা বাড়বে তাপমাত্রা। তবে চলতি সপ্তাহের উইকেন্ডের আগেই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ ও কুয়াশার সম্ভাবনা রয়েছে উপকূলে।