Junior Football League: জুনিয়র লিগে কবে কাদের সঙ্গে খেলবে ইস্টবেঙ্গল? জানুন

এবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এবারের জুনিয়র ফুটবল লিগের (Junior Football League) ম্যাচ সূচি। যেখানে গ্রুপ পর্বে ময়দানের বাকি দুই প্রধানের…

East Bengal Junior Football League

এবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এবারের জুনিয়র ফুটবল লিগের (Junior Football League) ম্যাচ সূচি। যেখানে গ্রুপ পর্বে ময়দানের বাকি দুই প্রধানের সঙ্গেই খেলতে হবে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবকে। সেই নিয়েই তৈরি হয়েছে গোটা পর্বের সময় ও নির্ঘণ্ট।

সেই অনুযায়ী চলতি মাসের শেষের দিকেই মাঠে নামবে দল‌। প্রথম ম্যাচ তাদের খেলতে হবে ময়দানের তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে। দুপুর তিনটে থেকে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাঠে শুরু হবে এই ম্যাচ। তারপর আগামী মাসের তাদের পরবর্তী ম্যাচ। যেটি খেলতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Supergiants) দলের বিরুদ্ধে।

দুটো দিন বিশ্রাম দিয়ে পরবর্তী ম্যাচ। প্রতিপক্ষ ময়দানের আরেক দাপুটে ক্লাব ইউনাইটেড স্পোর্টস। আগের মত একই মাঠেই হবে এই ম্যাচ। শুরু হবে দুপুর তিনটা থেকে। মাঝে কিছুটা বিশ্রাম। ১০ তারিখ অর্থাৎ ১০ই এপ্রিল ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ। যেটি তাদের খেলতে হবে বেঙ্গল ফুটবল একাডেমির বিরুদ্ধে। তারপর ১৪ তারিখ পরবর্তী খেলা। এখানে তাদের প্রতিপক্ষ বিধাননগর মিউনিসিপ্যাল।

আগামী ১৮ তারিখ থেকে তাদের পরবর্তী লেগের খেলা। যেখানে তাদের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস ক্লাব। যেটি আয়োজিত হবে বেলডাঙ্গায়। তারপর ২১ তারিখ ফের লড়াই করতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষে। যেটি আয়োজিত হবে বাঁশবেড়িয়া স্পোর্টিং গ্ৰাউন্ডে। এটি শুরু হবে দুপুর সাড়ে তিনটে থেকে।

২৪ তারিখ পরবর্তী খেলা বিধাননগর মিউনিসিপ্যালের বিপক্ষে। যেটি আগের মতোই আয়োজিত হবে বিধাননগরে। ২৮ তারিখ তাদের খেলতে হবে বেঙ্গল ফুটবলের বিপক্ষে। এরপর গ্ৰুপ পর্বের শেষ ম্যাচ লাল-হলুদের ছোটদের খেলতে হবে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।