Loksabha Election 2024: যাদবপুরে শুরু নতুন খেলা! Saayoni Ghosh’র বিরুদ্ধে Hindu Mahasabha’র কোন প্রার্থী দাঁড়াচ্ছে জানেন?

সামনেই লোকসভা ভোট (Loksabha Election). গণতন্ত্রের এই মহোৎসবে এতটুকু ফাঁক রাখতে চাইছে না রাজনৈতিক দলগুলি। নিজেদের মতো করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা। প্রার্থীরা মাঠে-ময়দানে…

saayoni ghosh tmc candidate jadavpur

সামনেই লোকসভা ভোট (Loksabha Election). গণতন্ত্রের এই মহোৎসবে এতটুকু ফাঁক রাখতে চাইছে না রাজনৈতিক দলগুলি। নিজেদের মতো করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা। প্রার্থীরা মাঠে-ময়দানে প্রচারে। কোথাও আবার চলছে দল বদলের খেলাও। আর এত কিছুর মাঝেই যাদবপুরের (Jadavpur) নতুন সমীকরণ কার্যত তাক লাগিয়ে দিয়েছে! জানা গিয়েছে, লোকসভা ভোটে এবার আসরে অখিল ভারত হিন্দু মহাসভাও (Akhil Bharat Hindu Mahasabha). আসন্ন ভোটে বেশ কয়েকটি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সূত্রের খবর, লোকসভা নির্বাচনে বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র যাদবপুরে তৃণমূলের সায়নী ঘোষের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছেন সংগঠনের রাজ্য সভাপতি স্বয়ং। এই লোকসভা কেন্দ্র থেকেই লড়বেন চন্দ্রচূড় গোস্বামী। আর এই সিদ্ধান্তের পরই রাজ্যের শাসকদলের প্রার্থী সায়নীকে একহাত নিয়েছেন তিনি। অতীতে সায়নীর বিতর্কিত মন্তব্যকে ফের একবার খুঁচিয়ে তোপ দেগেছেন তিনি। তিনি বলেন, ‘ওঁর কুরুচিকর মন্তব্য সাধারণ মানুষ সমর্থন করে না।’

আরও পড়ুন: Job Scam: অন্তর্ধানের আগে তৃণমূল নেতাদের ছবি ডাস্টবিনে ফেলে দেন সায়নী ঘোষ

প্রসঙ্গত, লোকসভা ভোটে লড়াইয়ের জন্য বহুদিন ধরেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিল অখিল ভারতীয় হিন্দু মহাসভা (Akhil Bharat Hindu Mahasabha). গত বছর ডিসেম্বরেই চন্দ্রচূড় গোস্বামী (Chandrachur Goswami) এক বিবৃতিতে দাবি করেছিলেন, বাংলার ৪২ আসনেই লড়তে চলেছেন তাঁরা। তবে বাস্তবে এই মুহূর্তে তা সম্ভব না হলেও, বাংলার বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী দিচ্ছে হিন্দু মহাসভা।

যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে গতবার জয়ী হয়েছিলেন তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবার সেই জায়গায় লড়বেন রাজ্যের শাসকদলের অন্যতম ‘প্রিয়’ পাত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) অন্যদিকে, প্রার্থী দিয়েছে অন্যান্য রাজনৈতিক শিবিরও। বিজেপির হয়ে এখানে দাঁড়িয়েছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়, এবং বামেদের প্রার্থী সৃজন ভট্টাচার্য।

আরও পড়ুন: Abhijit Ganguly: বিজেপি নেতা অভিজিতের সঙ্গে ‘খেলতে’ চান তৃণমূলের সায়নী

মনে করা হচ্ছে, যাদবপুর কেন্দ্রে এবার লড়াই হতে পারে ত্রিমুখী। তবে, যাদবপুর কেন্দ্র থেকে জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী হিন্দু মহাসভার চন্দ্রচূড় গোস্বামী। অন্যান্যদের মতোই, ইতিমধ্যেই প্রচার এবং জন সংযোগ শুরু করে দিয়েছেন তিনি। তবে কোন সমীকরণ এবার কাজ করবে যাদবপুর লোকসভা কেন্দ্রে, এই প্রশ্নের উত্তর পেতে আরও কিছুটা অপেক্ষা।