IPL 2024 Shock: ৫২৩ রানের ম্যাচে হারল হার্দিকের মুম্বাই ইন্ডিয়ান্স

দশ দলের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) নয় নম্বরে নেমে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে পরপর দুই ম্যাচে হারল আইপিএলের অন্যতম সফল দল। বুধবার…

IPL 2024 Mumbai Indians

দশ দলের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) নয় নম্বরে নেমে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে পরপর দুই ম্যাচে হারল আইপিএলের অন্যতম সফল দল। বুধবার মুম্বাই ইন্ডিয়ান্স হেরেছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। এদিনের ম্যাচে মোট হয়েছে ৫২৩ রান।

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রানের ছড়াছড়ি। এদিনের বাইশ গজ যেন ব্যাটসম্যানদের জন্য স্বর্গ রাজ্য। পাটা উইকেটে বল মুহুর্মুহু উড়ে গেল বাউন্ডারির বাইরে। প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ স্কোরবোর্ডে তুলল ২৭৭/৩। দলের কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি করেননি। দলগত ভাবে প্রায় সবাই ঝড়ের গতিতে রান করেছেন। বড় রান পাননি শুধু মায়াঙ্ক আগরওয়াল। হায়দরাবাদের হয়ে ট্রেভিস হেড, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন করেছেন যথাক্রমে ২৪ বলে ৬২, ২৩ বলে ৬৩ ও ৩৪ বলে অপরাজিত ৮০ রান। মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে একটি করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া, পীযুষ চাওলা, জেরাল্ড কোয়েতজে।

সানরাইজার্স হায়দরাবাদের ২৭৭ রানের জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স করেছে ২৪৬/৫। দ্বিতীয় ইনিংসের শুরুটা রোহিত শর্মা (১২ বলে ২৬ রান) ও ঈশান কিষাণ (১৩ বলে ৩৪ রান) দ্রুত গতিতে করলেও দলের বাকিরা রানের সেই গতি অব্যাহত রাখতে পারেননি। চার নম্বরে নেমে তিলক ভার্মা ৩৪ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন। ট্রেভিস হেড ২২ বলে ৪২ রানে অপরাজিত থেকেছেন।

হায়দরাবাদের ব্যাটসম্যানরা কেমন মারকুটে ইনিংস খেলেছেন, তেমনই প্রশংসা প্রাপ্য প্যাট কামিন্সের। এই পাতার উইকেটেও নিলেন জোড়া উইকেট, ওভার প্রতি দিয়েছেন ৯ রানের কম।

আবারও সমালোচনার মুখে পড়বেন হার্দিক পান্ডিয়া। অধিনায়ক হিসেবে তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন আরও উঠতে শুরু করেছে। একটি উইকেট নিলেও ওভার প্রতি ১১.৫০ রান করে দিয়েছেন। ব্যাট হাতে করেছেন ২০ বলে ২৪ রান।