Dilip Ghosh: ‘পুড়ছেন’ দিলীপ ঘোষ! প্রার্থী বাতিল দাবিতে বর্ধমান সরগরম

মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায় সম্পর্কে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে বর্ধমানের কার্জন গেটের সামনে…

BJP_Dilip

মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায় সম্পর্কে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে বর্ধমানের কার্জন গেটের সামনে পোড়ানো হল কুশপুতল। সরগরম পরিস্থিতি।

বিধায়ক খোকন দাসের নেতৃত্বে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। এদিন কার্জন গেটের সামনে দিলীপ ঘোষের কুশপুতুলও পোড়ানো হয়। মমতা বন্দোপাধ্যায় সম্পর্কে এই মন্তব্যের ঘটনায় দিলীপ ঘোষের প্রার্থী পদ বাতিল সহ তার বিরুদ্ধে শাস্তিরও দাবী জানায় তৃণমূল নেতারা।

বুধবার বর্ধমানে প্রচারাভিযানে বেড়িয়ে এই প্রসঙ্গেই দিলীপ ঘোষ জানান, ‘আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়। কারণ যে ভনিতা করে, অন্যায় করে, আমি তার সামনে বলি। মাননীয় মুখ্যমন্ত্রী, যার সাথে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই। উনি লোককে বিভ্রান্ত করার জন্য বারবার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, পার্টিও বলেছে, অন্যরাও বলেছে। বলেছে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত।

বর্ধমান টাউন হল প্রাঙ্গণে চায়ে পে চর্চার পর দিলীপবাবু সর্বমঙ্গলা মন্দিরে পুজোও দেন। পরে দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠক করেন। এই লোকসভা কেন্দ্রটি গতবার গেছিল বিজেপির অনুকূলে। সাংসদ হয়েছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। তবে তিনি সাংসদ হয়ে তেমন আসেননি এলাকায় এই অভিযোগে জেলা বিজেপি মহল বারবার গরম হয়েছে। তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার জেলা বিজেপি। দলীয় কার্যালয়ে বারবার হামলা হয়েছে।

বিজেপির বিরুদ্ধে এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ ও বাম-কংগ্রেস জোটের প্রার্থী সুকৃতী ঘোষাল।