East Bengal : ভূমিপুত্রদের নিয়ে দল গঠনে জোর ইস্টবেঙ্গলের

সন্তোষ ট্রফির ম্যাচের ওপর নজর রেখেছে ইস্টবেঙ্গল (East Bengal)। বাংলা দলের আরও এক ফুটবলারকে কর্তারা দলে নিতে আগ্রহী বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল…

East Bengal

সন্তোষ ট্রফির ম্যাচের ওপর নজর রেখেছে ইস্টবেঙ্গল (East Bengal)। বাংলা দলের আরও এক ফুটবলারকে কর্তারা দলে নিতে আগ্রহী বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল যে দল গঠন করেছে, সেখানে বঙ্গজ সন্তানদের সংখ্যাই বেশি।

রবিবার সন্তোষ ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলা। দু’টি গোল করেছেন এটিকে মোহন বাগানের ফারদিন আলি মোল্লা। একটি গোল সুজিত সিং-এর করা। সুজিত ইস্টবেঙ্গল অনূর্ধ্ব ১৮ দল থেকে উঠে এসেছিলেন। জানা গিয়েছে বাংলা দলের আরও এক ফুটবলারকে লাল হলুদ শিবির সই করতে চাইছে।

   

আরও পড়ুন: ফের গোল করলেন বাগান ফরোয়ার্ড, সেমিফাইনালে বাংলা

সন্তোষ ট্রফি থেকে ফুটবলার বাছাই করার জন্য প্রাক্তন ফুটবলারদের নিযুক্ত করেছে ক্লাব। কয়েকজন ফুটবলারের নাম শোনা যাচ্ছে। যার মধ্যে কেরালা দলের অধিনায়ক অন্যতম।

এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল যে দল গঠন করেছে তা কিছুটা এরকম-

গোলে – সুরেশ জয়াওয়াল, আদিত্য পাত্র, পবন কুমার।

ডিফেন্সে – তুহিন দাস, নিরঞ্জন মন্ডল, শুভেন্দু মান্ডি, অর্পণ পোল্লে।

মাঝমাঠে – মহিতোষ রায়, নবি হোসেন খান, তন্ময় দাস, সঞ্জীব ঘোষ, বিশাল দাস, বিবেক সিং।

আক্রমণে – শুভম ভৌমিক, বিষ্ণু টিএম এবং আফতাব আলম।

শনি এবং রবিবার আরও দুই ফুটবলারের নাম শোনা গিয়েছে ময়দানে। দুজনেই ভারতের হয়ে খেলেছেন বয়স ভিত্তিক বিশ্বকাপ – অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে খেলা মহম্মদ রকিপ এবং জিতেন্দ্র সিং।