East Bengal: ‘খারাপ ফুটবলার’দের দায়িত্বও একজন কোচের, মন্তব্য রেনেডির

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামতে চলেছে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল (East Bengal)। তার আগে যথারীতি একগুচ্ছ প্রশ্ন দলকে কেন্দ্র করে। লাল-হলুদের অন্তর্বর্তী কোচের ভূমিকায় এখন রেনেডি সিং।…

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামতে চলেছে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল (East Bengal)। তার আগে যথারীতি একগুচ্ছ প্রশ্ন দলকে কেন্দ্র করে। লাল-হলুদের অন্তর্বর্তী কোচের ভূমিকায় এখন রেনেডি সিং। প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে তাঁর বক্তব্যে উঠে এল ‘খারাপ ফুটবলার’দের প্রসঙ্গ।

লিগ ক্রম তালিকার একেবারে তলানিতে ইস্টবেঙ্গল। আট ম্যাচ শেষে তাদের সংগ্রহে মাত্র ৪ পয়েন্ট। ড্র হয়েছে চারটি ম্যাচে এবং চারটি ম্যাচে পরাজয়। চলতি আইএসএলে এখনো জয়ের মুখ দেখেনি শতবর্ষ প্রাচীন এই ক্লাব। হেড কোচের পদ থেকে বিদায় নিয়েছেন মানালো ডিয়াজ৷ পরিবর্তে এখন দায়িত্ব সামলাচ্ছেন রেনেডি সিং। কিছু দিন পরেই ইস্টবেঙ্গল ডাউ-আউটে দেখা যাবে মারিও রিভেরাকে। আপাতত রেনেডিকেই সামলাতে হচ্ছে প্রশ্নবাণ।

   

সাংবাদিক সম্মেলনে রিনেডি বলেছেন, ‘আগামী তিন থেকে চারটি ম্যাচের দায়িত্বে আমি রয়েছি। ছেলেরা কঠিন পরিশ্রম করছে। ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আমরা বদ্ধপরিকর। আশা করছি ভালো কিছু করে দেখাতে পারব।’

‘রাতারাতি আমি সবকিছু ঠিক করতে পারব না। সাধ্যমত চেষ্টা করছি। মারিও রিভেরার সঙ্গে আমার এখনো কথা হয়নি। আমার দায়িত্বে থেকে ম্যাচগুলো আগে শেষ হোক। মারিওর সঙ্গে যাবতীয় কথা বলবো।’

ইস্টবেঙ্গলের হতশ্রী পারফরম্যান্সের জন্য অনেকেই আঙুল তুলছেন খেলোয়াড় রিক্রুটমেন্ট এর দিকে। ‘খারাপ ফুটবলার’ শব্দদুটি ঘুরছে কলকাতার ময়দানে। সে সম্পর্কে অন্তবর্তী কোচ জানিয়েছেন, ‘বর্তমান পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সেদিকেই এখন আমাদের ফোকাস। লোকে যে ফুটবলারদের ‘খারাপ’ বলছেন তাদেরকে সঙ্গে করেই আমাদের এই কাজ করে দেখাতে হবে। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, ফুটবলার যেমনই হোক তার দায়িত্ব একজন কোচের।’