Mohun Bagan SG: মারাঠি ফুটবলারকে দলে টানছে মোহনবাগান সুপারজায়ান্টস

আসন্ন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে দল গঠনের কাজে ব্যস্ত প্রত্যেকটি দল। মুম্বাই, বেঙ্গালুরু থেকে শুরু করে কলকাতার দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগান (Mohun Bagan SG),

vian vinay murgod

আসন্ন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে দল গঠনের কাজে ব্যস্ত প্রত্যেকটি দল। মুম্বাই, বেঙ্গালুরু থেকে শুরু করে কলকাতার দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগান (Mohun Bagan SG), নিজেদের সাধ্যমতো সকলেই চাইছে মরশুমের সেরা দল তৈরিতে। তবে এক্ষেত্রে আইএসএল থেকে শুরু করে আইলিগের দলগুলির তুলনায় অনেকটাই এগিয়ে সঞ্জীব গোয়েঙ্কার মোহনবাগান সুপারজায়ান্টস।

গত কয়েকদিন আগেই লা লিগা খেলা তারকা ফুটবলার আর্মান্দো সাদিকু কে সই করিয়েছিল মোহনবাগান। তার ঠিক দুইদিন পরেই তারা দলে টানে এবারের অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে। এক কথায় বলতে গেলে রেকর্ড অঙ্কের চুক্তিতে তাকে দলে টেনেছে সবুজ-মেরুন। যা দেখে রীতিমতো হইচই পড়ে গিয়েছে দল বদলের বাজারে।

শেষ ফুটবল মরশুমে অস্ট্রেলিয়ার সেন্ট্রালকোস্ট মেরিনার্সের হয়ে খেলেছেন তিনি। একাধিক গোল করার পাশাপাশি পেয়েছেন চূড়ান্ত সাফল্য। তাই আসন্ন আইএসএলে তিনি ঠিক কতটা ভয়ঙ্কর হতে চলেছে তা কিন্তু বলাই চলে। তবে দেশীয় ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে ও খুব একটা পিছিয়ে নেই সবুজ-মেরুন ব্রিগেড। ভারতীয় দলের অন্যতম তরুণ তারকা অনিরুদ্ধ থাপাকে ও তারা এনেছে ভারতীয়দের মধ্যে রেকর্ড অঙ্কের চুক্তিতে। তাই আগত মরশুমে দল যে আরও কতটা শক্তিশালী হবে তা দেখেই আন্দাজ করা যায়। সেই একই ছোঁয়া এবার দেখা গিয়েছে দলের জুনিয়র ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে। নয়া ফুটবল মরশুমের কথা মাথায় রেখে এবার এক মারাঠি তরুণ কে নিতে চলেছে মোহনবাগান।

তিনি ভিয়ান বিনয় মুরগোড। এবারের ইয়ুথ ডেভলপমেন্ট লিগে মূলত রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পসের হয়ে খেলেছিলেন ১৯ বছরের এই তারকা। সেখান থেকেই এবার এই ফুটবলার কে দলে টানছে গতবারের আইএসএল জয়ী দল। বিশেষ সূত্র মারফত খবর, ডেভলপমেন্ট লিগ শেষ হওয়ার পর থেকেই নাকি এই তরুণ প্রতিভার উপর নজর রাখছিল বাগান ম্যানেজমেন্ট। তারপর এই মারাঠি ফুটবলারের সঙ্গে কথাবার্তা শুরু করে ক্লাব। বর্তমানে নাকি শুধু দলের তরফ থেকে ঘোষণা করার অপেক্ষা মাত্র।