এবার ইডির নজরে সায়নী কুন্তল যোগ। সায়নী যুব তৃণমূল সভাপতি হওয়ার পরেই দলের সাধারণ সম্পাদক পদে কুন্তল। তার পদোন্নতির পেছনে কি তবে সায়নীর হাত! এই গোটা বিষয়ে তদন্ত করবে সিবিআই। গত ৩০ জুন কুন্তলের সঙ্গে যোগসুত্র ও বিভিন্ন নথি পত্র সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সায়নী ঘোষকে তলব করেছিল ইডি।
এই টলিউড সুন্দরীকে তলব করার আগে একাধিক বিষয়ে হোমওয়ার্ক করে রেখেছিলেন ইডি আধিকারিকরা। যার মধ্যে ছিল তার আর্থিক দিক, অর্থাৎ তৃণমূল যুব নেত্রীর কত সম্পত্তি রয়েছে কোথায় কোথায় এই সম্পত্তি রয়েছে। এর পাশাপাশি তার রাজনৈতিক দিক সম্বন্ধেও।
সেখানেই চাঞ্চল্যকর ভাবে ইডি আধিকারিকরা দেখেন যেই সময় সায়নী ঘোষকে তৃণমূল যুব সংগঠন সভাপতি করা হয়, তারই কিছু সময় পরেই হয় কুন্তলের পদোন্নতি। যেখানে তাকে দলের সাধারণ সম্পাদক করা হয়।
যুব সংগঠনের এই গুরুত্বপূর্ণ পদে কিভাবে কুন্তলকে আনা হলো জিজ্ঞাসাবাদের সময় এ বিষয়টি সায়নীর কাছে জানতে চেয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। প্রাথমিক দুর্নীতি মামলায় তদন্ত করছে ইডি ও সিবিআই একত্রে। সিবিআই তদন্ত করছে দুর্নীতির মামলা এবং ইডি তদন্ত করছে আর্থিক দুর্নীতির ব্যাপারে।
যেহেতু নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে সায়নী ঘোষে তাই এবার এই বিষয়ে তদন্ত শুরু করবে সিবিআই। বিভিন্ন সাক্ষ্য প্রমাণের সঙ্গে গোটা ঘটনার তদন্ত শুরু করা হবে। বিভিন্ন সাক্ষ্য প্রমাণের মাধ্যমে কুন্তলের সঙ্গে সায়নীর যোগ সূত্রের রহস্য উন্মোচন করবে সিবিআই। রীতিমতো সিবিআই ও ইডির চাপে সাঁড়াশি আক্রমণের মধ্যে পড়েছে সায়নী ঘোষ।