East Bengal: ইস্টবেঙ্গল কর্তারা পেতে পারেন এই বিশেষ সম্মান

ইস্টবেঙ্গলের (East Bengal) ইনভেস্টর আলোচনা এখনও টাটকা। মনে করা হচ্ছে আসছে সোমবার বাংলাদেশে (Bangladesh) যেতে পারেন লাল হলুদ কর্তারা। সেখানে বসুন্ধরা (Basundhara) গ্রুপের সঙ্গে আলোচনা…

ইস্টবেঙ্গলের (East Bengal) ইনভেস্টর আলোচনা এখনও টাটকা। মনে করা হচ্ছে আসছে সোমবার বাংলাদেশে (Bangladesh) যেতে পারেন লাল হলুদ কর্তারা। সেখানে বসুন্ধরা (Basundhara) গ্রুপের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। 

পিছিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল কর্তাদের বাংলাদেশ যাওয়ার দিন। যদিও যাত্রা বাতিল হয়নি। সোমবার যেতে পারেন তাঁরা। ফুটবল মহলের সকলের চোখ থাকবে দুই পক্ষের দিকে। বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহান আনভীর খোলাখুলি বলেছিলেন যে তাঁরা বিনিয়োগ করতে প্রস্তুত। 

   

বাংলাদেশের বিশিষ্ট অতিথিদের নিয়ে অনুষ্ঠান হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে। “আমাদের হৃদয়ে বাংলাদেশ সেই একই রকম রয়েছে I আজ সেই হৃদয়ের টানেই দুই বাংলার আবার এক সাথে চলা প্রয়োজন I সোবহান ভাই এবং ইস্টবেঙ্গল ক্লাব মিলিত ভাবে দুই বাংলার সমন্বয়ের কাজ করতে পারে,” অনুষ্ঠান মঞ্চ থেকে জানিয়েছেন দেবব্রত সরকার। 

কর্তাদের বাংলাদেশ যাত্রার পর বিনিয়োগ প্রসঙ্গ আরও কিছুটা স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে। কলকাতার ক্লাব কর্তাদের আজীবন সদস্য পদের সম্মান দিতে পারে বসুন্ধরা গ্রুপ।