East Bengal: দল গঠনের বাজারে লাল-হলুদ, কিন্তু সই করাতে পারবেন না কর্তারা

দল গঠনের কাজে নেমে পড়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। কয়েকজন ফুটবলারের সঙ্গে কর্তারা যোগাযোগ করেছেন এমনটাও শোনা গিয়েছে। কথা এগিয়ে রাখলেও এখনই কোনও ফুটবলারকে সই করাতে…

দল গঠনের কাজে নেমে পড়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। কয়েকজন ফুটবলারের সঙ্গে কর্তারা যোগাযোগ করেছেন এমনটাও শোনা গিয়েছে। কথা এগিয়ে রাখলেও এখনই কোনও ফুটবলারকে সই করাতে পারবে না লাল হলুদ কর্তারা। 

শ্রী সিমেন্ট এখনও ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা। স্পোর্টিং রাইট রয়েছে তাদের হাতে। কোম্পানি স্পোর্টিং রাইট ফিরিয়ে না দেওয়া পর্যন্ত খেলোয়াড় সই করতে পারবেন না ক্লাবের কর্তারা। 

   

মনে করা হচ্ছে এপ্রিলের শুরুতেই পাকাপাকিভাবে শতবর্ষ প্রাচীন ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে শ্রী সিমেন্ট। তখনই স্বত্ব ফিরিয়ে দেওয়ার কথা। রাইট ফিরিয়ে না দিলে থাকছে আইন আদালতের সম্ভাবনা। যদিও শ্রী সিমেন্ট এই জটিল পথে যাবে না বলেই মনে করছেন কলকাতা ময়দানের অনেকে। 

গুঞ্জন, আসন্ন মরশুমে ঘরোয়া ফুটবলার তুলে আনার ব্যাপারে জোর দেবে ক্লাব। শোনা যাচ্ছে জর্জ টেলিগ্রাফে খেলা নবির নাম। বিদেশি ফুটবলার, কোচ বাছাই ইত্যাদি কাজও কর্তারা এগিয়ে রেখেছেন বলে সূত্রের খবর। ময়দানে ভেসে বেড়াচ্ছে সম্ভাব্য বিনিয়োগকারীদের নাম। 

চলতি মরশুমে হীরা মন্ডলের খেলা নজর কেড়েছিল ফুটবল প্রেমীদের। নতুন মরশুমে তাঁকে দলে রাখার ব্যাপারে ক্লাব আগ্রহী বলে অনুমান করছেন অনেকে। এছাড়াও বর্তমান স্কোয়াড থেকে তিন থেকে চারজন ভারতীয় ফুটবলারকে আগামী দিনে লাল হলুদ জার্সিতে দেখতে পাওয়া সম্ভবনা রয়েছে বলে কানাঘুষো। যদিও আলাদা করে কোনো নাম এখনো প্রকাশ্যে আসেনি। আপাতত শ্রী সিমেন্ট আগামী দিনে কী করে এখন সেদিকেই তাকিয়ে আপামর লাল হলুদ জনতা।