Mohun Bagan: বাগানের হয়ে তিনজন ব্যাটসম্যান করলেন শতরান

ঘরোয়া ক্রিকেটে মোহনবাগানের (Mohun Bagan) দুরন্ত পারফরম্যান্স। দলের তিনজন ব্যাটসম্যান করলেন শতরান। যার মধ্যে একজন খেলেছেন ১৪৩ রানের ইনিংস। খেলা শেষে তিন পয়েন্ট পেয়েছে মোহনবাগান…

Ankur (143), Avilin (108), Kazi

ঘরোয়া ক্রিকেটে মোহনবাগানের (Mohun Bagan) দুরন্ত পারফরম্যান্স। দলের তিনজন ব্যাটসম্যান করলেন শতরান। যার মধ্যে একজন খেলেছেন ১৪৩ রানের ইনিংস। খেলা শেষে তিন পয়েন্ট পেয়েছে মোহনবাগান ক্রিকেট দল।

সিএবি পরিচালিত প্রথম ডিভিশনের ম্যাচে ক্যালকাটা কাস্টমসের মুখোমুখি হয়েছিল মোহনবাগানের ক্রিকেট দল। ম্যাচের শুরু থেকে অব্যাহত ছিল সবুজ মেরুন ঝড়। বাগানের তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করলেও ম্যাচ থেকে পুরো পয়েন্ট পায়নি দল। খেলা শেষ হয়েছে অমীমাংসিতভাবে। তৃতীয় তথা অন্তিম দিনের শেষে দুই দলই পেয়েছে তিন পয়েন্ট করে।

প্রথম ডিভিশন লীগে মোহনবাগানের হয়ে সেঞ্চুরি করেছেন অঙ্কুর পাল (১৪৩), আভিলিন ঘোষ (১০৮) ও কাজী জুনেইদ সইফি (১০০)। এরপর মোহনবাগান ক্লাব ক্যালকাটা কাস্টম ক্লাবের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। তৃতীয় তথা শেষ দিনে মোহনবাগান ৩৯৪/৫ রানে নিজেদের ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে। অন্তিম দিনে উইকেটে টিকে ছিলেন ক্যালকাটা কাস্টম ক্লাবের ব্যাটসম্যানরা। তাদের প্রথম ইনিংস শেষ না হওয়ায় উভয় দলকে তিন পয়েন্ট করে দেওয়া হয়েছে।

অন্য একটি ম্যাচে টাউন ক্লাব ২১৯/৫ ডিক্লেয়ার করে তপন মেমোরিয়াল ক্লাবের বিপক্ষে। জহির আহমেদ করেন ৫৯ রান। প্রথম ইনিংস অসমাপ্ত থাকায় দুই দলকেই তিন পয়েন্ট করে দেওয়া হয়।