Maharashtra: গত ৩৬ ঘণ্টায় ৩ টি হিংসার ঘটনা,পাথর ছোঁড়া, অগ্নিসংযোগে উত্তপ্ত এলাকা, গ্রেফতার ৮০

গত ৩৬ ঘন্টায় মহারাষ্ট্রে হিংসাত্মক ৩ টি ঘটনা ঘটেছে। মুম্বইয়ের মীরা ভাইন্দর ও পানভেলের পর এখন অগ্নিসংযোগ ও পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে সম্ভাজি নগরে। পড়েগাঁও…

Mumbai Police

গত ৩৬ ঘন্টায় মহারাষ্ট্রে হিংসাত্মক ৩ টি ঘটনা ঘটেছে। মুম্বইয়ের মীরা ভাইন্দর ও পানভেলের পর এখন অগ্নিসংযোগ ও পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে সম্ভাজি নগরে। পড়েগাঁও এলাকায় একই সম্প্রদায়ের দুই দলেরর মধ্যে তুমুল মারামারি ও পাথর ছোঁড়ার খবর পাওয়া গেছে। এখানে ছোটখাটো বিবাদে উভয় গ্রুপ মুখোমুখি হয়। উভয়ের মধ্যে প্রচন্ড লাঠিসোঁটা ও পাথর নিক্ষেপ হয়। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৫০ জন গুরুতর আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশকে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৬৪ জনকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের খুঁজছে পুলিশ।

মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে হিংসা বন্ধ করতে পুলিশ আধিকারিকরা পাহারায় রয়েছেন। ২০ জানুয়ারি মীরা রোডের নয়া নগরে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা শুরু হয়। এখানে উভয় সম্প্রদায়ের মানুষ দুবার মুখোমুখি হয়েছিল। এই ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। এরপর ২২ শে জানুয়ারি পানভেলেও তোলপাড় হয়। এখানে অবরোধের পরও এক সম্প্রদায়ের কয়েকজন যুবক অন্য সম্প্রদায়ের এলাকায় বাইক র্যা লি বের করে স্লোগান দিচ্ছিল, এতে অন্য সম্প্রদায়ের লোকজনও স্লোগান দিতে শুরু করলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এখানে যে হিংসা ছড়িয়ে পড়েছে তাতে বহু মানুষ আহত হয়েছেন।

হিংসা ছড়ানোয় অভিযুক্তদের বিরুদ্ধে বুলডোজারের ব্যবস্থা নেওয়া হবে: দেবেন্দ্র ফড়নবীস

মহারাষ্ট্রের মীরা ভাইন্দর ও নয়া নগরের অভিযুক্তদের বিরুদ্ধে বুলডোজারের ব্যবস্থা নেওয়ার বিবৃতি দিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। একই সঙ্গে মুম্বই সংলগ্ন মীরা রোডে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনার ঘটনায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কাউকে রেহাই করা হবে না। হিংসার ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের শনাক্ত করতে সিসিটিভির সাহায্য নেওয়া হচ্ছে। ফুটেজ স্ক্যান করা হচ্ছে। পুলিশ কর্মকর্তার বক্তব্য, আরও লোকজনকে গ্রেফতার করা হবে। এ ছাড়া ওই ব্যক্তিরা সেখানে যে অবৈধ কাজ করছেন বা তাদের অবৈধ দখলদারির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে হিংসা ঠেকাতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

আলটিমেটাম দিলেন শিবসেনা বিধায়ক
মহারাষ্ট্রে হিংসার ঘটনায় পুলিশকে আল্টিমেটাম দিয়েছেন শিবসেনা বিধায়ক প্রতাপ সরনায়েক। তিনি বলেছেন, ২ দিনের মধ্যে হিংসা বন্ধ না হলে ২৫ তারিখ সব বন্ধ রাখা হবে। ৪৮ ঘণ্টার মধ্যে হিংসার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। এদিকে আজ মীরা রোডে যাবেন বিজেপি বিধায়ক নীতীশ রানে। ২১ জানুয়ারি রাতে মীরা ভাইদারে হিংসার পর সোশ্যাল মিডিয়ায় উত্তেজক ভিডিও পোস্ট করা একজনকে গ্রেফতার করেছে পুলিশ।