এক কোটি বাড়ির ছাদে সোলার প্ল্যানেল বসানোর লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী মোদী

রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিনেই দেশের এক কোটি বাড়ির ছাদে সৌর বিদ্যুতের ব্যবস্থা করার বার্তা দিলেন প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, সরকারের এই লক্ষ্য রাখা হয়েছে প্রধানমন্ত্রী…

PM Modi announcement on solar rooftops

রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিনেই দেশের এক কোটি বাড়ির ছাদে সৌর বিদ্যুতের ব্যবস্থা করার বার্তা দিলেন প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, সরকারের এই লক্ষ্য রাখা হয়েছে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার মাধ্যমে । এরফলে বাড়ির ছাদে সৌর বিদ্যুতের প্যানেল বসানো হবে। যার হাত ধরে শুধু গরিব এবং মধ্যবিত্তের বিদ্যুতের খরচই কমবে তা নয়, বিকল্প বিদ্যুতের ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠবে এই দেশ। এই উপলক্ষে তাঁর বার্তা, “সূর্যবংশী শ্রীরামের আলোয় সমস্ত ভক্তকূল আলো পান। আর অযোধ্যার এমন শুভ দিনে আমি চাই দেশের মানুষের বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ পৌঁছে যাক।”

প্রসঙ্গত, এ দিন প্রধানমন্ত্রী রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে অনুষ্ঠানে রামকে শক্তির সঙ্গে তুলনা করেন । সেই ‘শুভ দিনেই’ দেশবাসীকে সৌর বিদ্যুতের আলো দেখাতে চান বলেও বার্তা দেন প্রধানমন্ত্রী। দেশে দূষণ কমাতে এবং জ্বালানি আমদানির খরচ হ্রাসের জন্য দীর্ঘ দিন ধরেই এই বিকল্প বিদ্যুতের দিকে নজর জোর দিচ্ছে মোদী সরকার। বিকল্প বিদ্যুতের মধ্যে রয়েছে সৌর এবং বায়ু বিদ্যুৎও। বাড়ি বাড়ি সৌর বিদ্যুতের প্যানেল বসিয়ে নিজেদের ব্যবহারের অতিরিক্ত উদ্বৃত্ত বিদ্যুৎ তৈরি হলে তা থেকে অতিরিক্ত আয়ের সুযোগ থাকতে বলে মনে করা হচ্ছে। মানুষকে আগ্রহী করতে দেশ জুড়ে প্রচার শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর।

কেন্দ্র চাইছে, ২০৩০ সালের মধ্যে ভারত অপ্রচলিত বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ৫০০ গিগাওয়াটে গিয়ে পৌঁছতে। সে জন্য এগিয়ে আসতে বলা হয়েছে বেসরকারি শিল্প মহলকে। সোমবার মোদী জানান, অযোধ্যা থেকে ফেরার পরেই এ নিয়ে আলোচনায় বসেছিলেন তিনি। সেখানেই প্রথম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রকল্প নিয়ে আসার ৷