I-League Triumph: মহামেডানের খেতাব জয়ে কী বললেন লাল-হলুদ কর্তা? জানুন

আজ স্বপ্ন পূরণের রাত আপামর সাদা-কালো জনতার। বহুদিনের অপেক্ষার পর অবশেষে আইলিগ (I-League ) চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC)। উল্লেখ্য, শেষ সিজেনটা খুব…

Mohammedan SC's I-League Triumph

আজ স্বপ্ন পূরণের রাত আপামর সাদা-কালো জনতার। বহুদিনের অপেক্ষার পর অবশেষে আইলিগ (I-League ) চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC)। উল্লেখ্য, শেষ সিজেনটা খুব একটা সুখবর না থাকলেও ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার ছিল এই ফুটবল ক্লাবের। সেইমতো বেশ কিছু বদল আনা হয়েছিল দলের অন্দরে। তারপর লড়াই। মরশুমের শুরুতেই কলকাতা লিগ জয়।

পরবর্তীতে নিজেদের সেই ধারা বজায় রেখে আইলিগের সূচনা। একের পর এক প্রতিপক্ষকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছিল রেড রোডের এই ফুটবল ক্লাব। বলতে গেলে প্রথম লেগের শেষে অপরাজিত ছিল দল। তবে পরবর্তীতে একটি ম্যাচে হারতে হলেও ঠিক ছন্দে ফিরে আসে দল। সেখান থেকেই এক ম্যাচ বাকি থাকতে আই লিগ বিজয়ী হয় ব্ল্যাক প্যান্থার্স।

যা নিয়ে খুশির আমেজ সমর্থকদের মধ্যে। বহু অপেক্ষার পর এই সাফল্য নতুন করে উজ্জীবিত করেছে সকলকে। সেই সাথে এক সূত্রে বেঁধে দিয়েছে ময়দানের তিন প্রধানকে। ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান। আগামী মরশুম থেকে দেশের প্রথম ডিভিশন লিগ তথা ইন্ডিয়ান সুপার লিগে খেলতে দেখা যাবে কলকাতা ময়দানের তিন প্রধানকে। ‌ বহু বছর পর এই ঘটনার সাক্ষী থাকতে চলেছে সকলে। এবার নতুন মরশুমের নতুন টুর্নামেন্টের জন্য দল গঠনের প্রস্তুতি শুরু করে দিতে চাইবেন মহামেডান কর্তারা। তবে এসবের মাঝেই বাংলার ফুটবল দলের এই সাফল্যের শরিক হতে সাদা-কালো তাঁবুতে আসেন লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার। দলের এই সাফল্যের জন্য সকলকে অভিনন্দন জানান তিনি।

তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেবব্রত সরকার বলেন, এখনো অব্দি তিনটি ট্রফি হয়েছে। যার মধ্যে ডুরান্ড জিতেছে মোহনবাগান, সুপার কাপ জিতেছে ইস্টবেঙ্গল এবং আইলিগ জিতল মহামেডান। এটা বাংলার জয়। বাংলা ভারতবর্ষের ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে‌। আগামী দিনেও রাখবে।  মহামেডানের যে পরিকল্পনা, মহামেডান যেভাবে এগিয়েছে, তাদের দলের সমর্থকরা যে ধৈর্য দেখিয়েছেন তার প্রশংসনীয়। তারা যেটা করে দেখিয়েছে সেটা আমাদের ফুটবল সমাজের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। আগামী দিনে বাংলার তিনটি ফুটবল ক্লাব আইএসএল খেলবো। নব্বই মিনিট মাঠে লড়াই করব। তারপর বন্ধুত্ব করব। লাল-হলুদ কর্তার এমন বক্তব্য বর্তমানে যথেষ্ট প্রশংসা কুড়োচ্ছে ফুটবলপ্রেমী মানুষদের মধ্যে।