I-League Championship: মহামেডানের এই সাফল্য নিয়ে কী বলছেন বাঙ্কারহিল কর্তা?

শনিবার সন্ধ্যায় এক নয়া ইতিহাস সৃষ্টি করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। শিলং লাজং এফসিকে পরাজিত করে এক ম্যাচ বাকি থাকতেই আইলিগ চ্যাম্পিয়ন (I-League Championship) হয়ে গিয়েছে…

Bunkerhill's Deepak Kumar Singh

শনিবার সন্ধ্যায় এক নয়া ইতিহাস সৃষ্টি করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। শিলং লাজং এফসিকে পরাজিত করে এক ম্যাচ বাকি থাকতেই আইলিগ চ্যাম্পিয়ন (I-League Championship) হয়ে গিয়েছে সাদা-কালো ব্রিগেড। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা সমর্থকদের কাছে। প্রথমদিকে এগিয়ে গেলেও পরবর্তীতে গোল শোধ করে দেয় প্রতিপক্ষ ফুটবল দল।

প্রথমার্ধের শেষে অমীমাংসিত থাকে খেলার ফলাফল। তবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় নিজেদের ব্যবধান বাড়িয়ে নেয় ব্ল্যাক প্যান্থার্সরা। তারপর থেকে দুই দল সুযোগ মতো আক্রমণ শানালেও আর গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারুর পক্ষে। তারপর রেফারির চূড়ান্ত বাঁশি বাজতেই বাঁধনছাড়া উচ্ছ্বাস দেখা যায় সমর্থকদের মধ্যে।

বাংলার ফুটবলের এমন সাফল্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে গোটা দেশে। পূর্বে ডুরান্ড কাপ হোক কিংবা সুপার কাপ দুটোই এসেছে কলকাতায়। সেই ট্রেন্ড এবার বজায় রাখল মহামেডান স্পোটিং ফুটবল ক্লাব। আইলিগ চলে আসলো তাদের ঝুলিতে। যার দরুন এবার পরবর্তী মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ খেলবে সাদা-কালো শিবির।

এবার সেই প্রস্তুতি তুঙ্গে ক্লাব কর্তা থেকে শুরু করে ম্যানেজমেন্টের মধ্যে। এসবের মাঝেই দলের সাফল্যের শরিক হতে মহামেডান তাবুতে এসেছিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। তাদের এই পড়শি ক্লাবকে আইএসএলে পেয়ে এবার যথেষ্ট খুশি তিনি।

এসবের মাঝেই মহামেডানের এমন আনন্দের দিনে সমর্থকদের উদ্দেশ্যে নিজের মতামত তুলে ধরলেন ক্লাবের ইনভেস্টর দীপক কুমার সিং। তিনি বলেন, তিনটে বছর ধরে আমাদের সকলে যে ধৈর্য রেখেছিল তা এবার একটি সফল ফলাফলের রূপ নিয়েছে। সেজন্য এই জয় এবং দলের এই সাফল্য আমরা উৎসর্গ করতে চাই সকল সমর্থকদের।