India vs England : কেরিয়ারের প্রথম টেস্টে সরফরাজ খানের অর্ধশত রান, আবেগ ধরে রাখতে পারলেন না বাবা

ইংল্যান্ডের (India vs England) বিপক্ষে অভিষেক হওয়া সরফরাজ খান (Sarfaraz Khan) দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন। মাত্র ৪৮ বলে হাফ সেঞ্চুরি করেন সরফরাজ খান। সরফরাজ খানের…

Sarfaraz Khan and Father

ইংল্যান্ডের (India vs England) বিপক্ষে অভিষেক হওয়া সরফরাজ খান (Sarfaraz Khan) দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন। মাত্র ৪৮ বলে হাফ সেঞ্চুরি করেন সরফরাজ খান। সরফরাজ খানের ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছক্কা। সরফরাজের এই হাফ সেঞ্চুরিকে স্বাগত জানান তাঁর বাবার পাশাপাশি মাঠে উপস্থিত দর্শকরা। 

দীর্ঘদিন ধরে ভারতীয় দলে নিজের পালার অপেক্ষায় থাকা সরফরাজ খান ভারতের হয়ে ৩১১তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক (Ind vs Eng) করেছেন। সরফরাজ খানের এই হাফ সেঞ্চুরি ছাড়াও জাদেজার সঙ্গে ষষ্ঠ উইকেটে পঞ্চাশের বেশি রানের জুটি গড়েন তিনি। ৬৬ বলে ৬২ রানের স্মরণীয় ইনিংস খেলেন সরফরাজ খান।

টেস্ট ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নামা সরফরাজ খান ভারতের হয়ে ৩১১তম ভারতীয় খেলোয়াড় হিসেবে টেস্ট খেলার রেকর্ড গড়েছেন। তাঁকে টেস্ট ক্যাপ দিয়েছিলেন অনিল কুম্বলে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি পূর্ণ করেন সরফরাজ। তখন তাঁর বাবার পাশাপাশি মাঠে বসে থাকা তাঁর স্ত্রী রোমানাও আবেগাপ্লুত হয়ে পড়েন। 

রোহিত শর্মার আউটের পর মাঠে নামা সরফরাজ খান প্রথম বল থেকেই আক্রমণাত্মক মনোভাব অবলম্বন করেছিলেন। প্রত্যেক বোলারের বিরুদ্ধেই বড় শট খেলতে দেখা গিয়েছে তাঁকে। সরফরাজ খানের এই হাফ সেঞ্চুরিটা এসেছে মাত্র ৪৮ বলে। 

তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়লেন সরফরাজ খান। সরফরাজ খানের আগে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেকে ৪৮ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন হার্দিক পান্ডিয়া। এদিকে টেস্ট অভিষেকে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়ার রেকর্ড পাতিয়ালার যুবরাজের। যিনি ১৯৩৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৪২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। 

ভারতের হয়ে টেস্ট অভিষেকের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অনেক রান করেছেন সরফরাজ খান। ৪৫টি প্রথম শ্রেণির ম্যাচে সরফরাজ খান ৬৯.৮৫ গড়ে করেছেন ৩৯১২ রান। এই সময়ে ১৪টি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করার বিস্ময়কর রেকর্ড রয়েছে সরফরাজ

খানের।