৩৪৬ রান করে ফুল বিক্রেতা মায়ের বেটা হলেন সিরিজের সেরা

পল্লিকাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা (Sri Lanka vs Afghanistan) । এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে…

পল্লিকাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা (Sri Lanka vs Afghanistan) । এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে ৩-০ পরাজিত করল শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিসাঙ্কার (Pathum Nissanka) সেঞ্চুরি লঙ্কানদের এই জয়ে বড় অবদান রেখেছে। ওয়ানডেতে এটি তাঁর পঞ্চম সেঞ্চুরি। এই ম্যাচে ২০০০ রানও পূর্ণ করেন তিনি। 

তিন ম্যাচের সিরিজে ১৭৩ গড় ও ১৩৪.৬ স্ট্রাইক রেটে ৩৪৬ রান করেছেন নিসাঙ্কা। প্লেয়ার অব দ্য ম্যাচের পাশাপাশি প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কারও জিতেছিল তিনি। প্রথম ওয়ানডেতে অপরাজিত ২১০ রানের ইনিংস খেলা নিসাঙ্কা তাঁর দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখে ১০১ বলে ১৬ টি চার ও ২ টি ছক্কার সাহায্যে ১১৮ রান করেন।

ফার্নান্দোর সঙ্গে প্রথম উইকেটে ১৭৩ রানের জুটি গড়েন নিসাঙ্কা (৬৬ বলে ৯১ রান, ১০ চার, ৫ ছক্কায় ৯১ রান)। ৩৫.২ ওভারে ৩ উইকেটে ২৬৭ রান তুলে জয় পায় শ্রীলঙ্কা। আফগানিস্তান দলের হয়ে রহমত শাহ ৬৫ ও আজমতউল্লাহ উমরজাই (৫৪) হাফ সেঞ্চুরি করেন। এছাড়া ওপেনার রহমতউল্লাহ গুরবাজ ৪৮ ও ইকরাম আলিখিল ৩২ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে প্রমোদ মধুশান ৩টি, আসিথা ফার্নান্দো, দুনিথ ওয়েলেজ ও আকিলা ধনঞ্জয়া ২টি করে উইকেট নেন। 

তরুণ ডানহাতি ব্যাটসম্যান পাথুম নিসাঙ্কা শ্রীলঙ্কা ক্রিকেটের ভবিষ্যৎ। তাঁর শৈশব কেটেছে অনেক সংগ্রাম ও দারিদ্র্যের মধ্যে। মা ফুল বিক্রি করতেন আর বাবা ছিলেন সাধারন গ্রাউন্ডস বয়। সংসারের আয় ছিল খুবই কম। এমন পরিস্থিতিতে জীবন যাপনের জন্য প্রয়োজনীয় জিনিসের অভাব ছিল। ঐ সময়টা পাথুমকে মানসিকভাবে দৃঢ় ব্যাটসম্যান হতে সাহায্য করেছে।